"মোদির নির্দেশে রাজ্যের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে", আলাপন ইস্যুতে সরব তৃণমূল
অবসরপ্রাপ্ত আমলাকে শোকজ করা যায় না বলে দাবি করেছেন সৌগত রায়
গতকাল অর্থাৎ সোমবার কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তর অল ইন্ডিয়া সার্ভিস রুলসের ৮ নম্বর ধারা অনুযায়ী রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমান মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) চিঠি পাঠিয়েছে। অভিযোগ শৃঙ্খলাভঙ্গের। তাঁকে আগামী ৩০ দিনের মধ্যে চিঠির উত্তর দিতে হবে নতুবা একতরফা পদক্ষেপ নেবে কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তর। কেন্দ্রের এমন পদক্ষেপের তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC) নেতৃত্বরা। আলাপন ইস্যুতে আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব। সেখানেই মোদি সরকারের এমন পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছে তৃণমূল। সেই সাথে রাজ্যের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে বলে তোপ দেগেছে ঘাসফুল শিবির।
ঘটনা প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, "রাজ্যের অধীনে কাজ করার সময় কোন আমলাকে এভাবে ডেকে পাঠানো যায় না। আর তাঁকে কেন্দ্রের ডেপুটেশনে যেতে হলে রাজ্যের অনুমতি নিতে হয়। এটাই আইন। কেন্দ্র রাজ্যের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছে। সৎ আমলাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। এই সময়ে রাজ্য সরকারকে বারংবার বিরক্ত করার জন্য এমন কাজ করছে কেন্দ্র সরকার। সব প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশে হচ্ছে।" এছাড়াও দলের আরেক সাংসদ সুখেন্দুশেখর রায় বলেছেন, "এভাবে অবসরপ্রাপ্ত কোন আমলাকে শোকজ করা যায় না। এর আইনি ব্যাখ্যা রয়েছে। বাংলায় হার মেনে নিতে পারছে না বিজেপি। তাই তারা বারংবার রাজ্য সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।"