আন্দোলনের সাফল্য, পড়ুয়াদের টিকাকরণের উদ্যোগ নিল যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/09/2021   শেষ আপডেট: 11/09/2021 8:15 a.m.
যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় Instagram.com/poulamiroy09,/srijoniii_

খুলছে লাইব্রেরি, চলবে কোভিড সতর্কতামূলক ক্যাম্পও

অবশেষে পড়ুয়াদের লাগাতার আন্দোলন সাফল্য পেল। দীর্ঘ লড়াইয়ের পর যাদবপুর (Jadavpur University) এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) পড়ুয়াদের টিকাকরণের (Vaccination) জন্য তথ্য জমা দিতে বলল কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তির মাধ্যমে পড়ুয়াদের ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় তথ্য জমা করতে বলা হয়েছে। এরফলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ভ্যাকসিনের দাবিতে এতদিন যে আন্দোলন করছিলেন, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। তবে ক্লাস চালুর বিষয়টি নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে আন্দোলন চালু থাকবে।

কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সমস্ত পরিষেবা সচল হলেও শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ এ নিয়ে বারবার সরব হতে দেখা গেছে নানা মহলের মানুষদের। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার দাবি নিয়ে বাম মনোভাবাপন্ন ছাত্র সংগঠনের একটা বড় অংশ লাগাতার আন্দোলন করে চলেছে। এমনকী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দিনকয়েক আগে বিকল্প ক্লাসরুম তৈরি করে পাঠের ব্যবস্থা হয়েছিল। যা ইতিমধ্যেই সমাজের সর্বস্তরে যথেষ্ট সাড়া তৈরি করেছিল। এর পাশাপাশি পড়ুয়াদের টিকাকরণের দাবি নিয়ে যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ লাগাতার আন্দোলন শুরু করে। অবশেষে ছাত্রদের আন্দোলনের কথা কর্তৃপক্ষ মেনে নিল বলে সূত্রের খবর। অর্থাৎ দুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পড়ুয়াদের টিকাকরণের উদ্যোগ নিল।

উল্লেখ্য, এতদিন রাজ্য স্বাস্থ্য দফতরের অনুমোদনের অপেক্ষায় বিষয়টি আটকে ছিল। তবে স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত মেলায় এবার দুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পড়ুয়াদের টিকাকরণের জন্য তথ্য জানতে চেয়েছে। একটি নির্দিষ্ট ফর্মে এখনও পর্যন্ত যেসব পড়ুয়া টিকা নেননি, তাঁদের তালিকা জমা করতে বলা হয়েছে। খুব শীঘ্রই সেই পড়ুয়াদের টিকাকরণের ব্যবস্থা হবে। পাশাপাশি এদিন পড়ুয়াদের তরফে জানা গেছে, টিকাকরণ নিয়ে আন্দোলন বন্ধ হলেও ক্লাস চালুর বিষয়টি নিয়ে লাগাতার আন্দোলন চলবে। এখানেই শেষ নয়, পড়ুয়ারা যাতে লাইব্রেরি ব্যবহার করতে পারে সেদিকটিও খতিয়ে দেখা হচ্ছে। উপাচার্যের নির্দেশে লাইব্রেরির প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে।