আমার পদত্যাগের খবর সম্পূর্ণরূপে আজগুবি, ঘোষণা বিমান বসুর
এদিন বাম এবং কংগ্রেস নিয়ে অনেক কথা বললেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে একটি শব্দ খরচা করলেন না বিমান বসু।
এবারের বিধানসভা নির্বাচনে একেবারে তলিয়ে গিয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস। সংযুক্ত মোর্চা করার পরেও তাদের লাভের বিপরীতে ক্ষতি হয়েছে বেশি। অনেকে ধারণা করছেন আইএসএফ এর সঙ্গে যোগ দেওয়ার ফলে অনেকেই বামেদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তাদের ভোট অন্য জায়গায় গিয়ে পড়েছে। অনেকের মতামত আবার বামের উপর মানুষ আর ভরসা করতে পারেননি। তাই বামের এই অবস্থা। কিন্তু বামের অবস্থা যেমনই হোক না কেন, বিমান বসু (Biman Bose) কিন্তু নিজের পদ ধরে রেখেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, বামেরা নিশ্চিহ্ন হয়ে গেলেও তার পদত্যাগের জল্পনা কিন্তু সম্পূর্ণরূপে আজগুবি। তিনি কোনোভাবেই পদত্যাগ করছেন না এখন। তবে তিনি স্বীকার করছেন, বামফ্রন্টের জোটের পক্ষে এই ফলাফল বিপর্যয়ের সমান।
বামেরা এই নির্বাচনে একেবারে ভরাডুবির সম্মুখীন হওয়ার পরে অনেকেই দাবি তুলেছিলেন, দলের উচ্চ নেতৃত্বকে এর দায়িত্ব নিতে হবে। তন্ময় ভট্টাচার্য, কান্তি গাঙ্গুলি এবং অশোক ভট্টাচার্য এই তিনজন বাম নেতা বামের উচ্চপদস্থ কমিটির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। সরাসরি প্রশ্ন তুলেছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র এবং মোহাম্মদ সেলিমের উপরে। তার সঙ্গেই তারা নিজেদের বক্তব্য একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিমান বসু কে এই বিপর্যয়ের দায় নিতে হবে। তারপর থেকেই জল্পনা উঠতে শুরু করে বিমান বসু নাকি পদত্যাগ করতে চলেছেন। তবে আলিমুদ্দিন স্ট্রিট এর সাংবাদিক সম্মেলন করে বিমান বসু এদিন জানিয়ে দিয়েছেন তার পদত্যাগের সমস্ত খবর আজগুবি। তবে এদিন বাম এবং কংগ্রেস নিয়ে অনেক কথা বললেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে একটি শব্দ খরচা করলেন না বিমান বসু। রাজনৈতিক মহলের প্রশ্ন, সংযুক্ত মোর্চা কি আদৌ টিকে আছে?