রাজ্যে ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, উত্তাল উল্টোডাঙা
বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে কয়েক প্রস্থ হাতাহাতিও হয় টেট পরীক্ষার্থীদের
রাজ্যে (West Bengal News) ফের বিক্ষোভ টেট চাকরিপ্রার্থীদের (TET Candidates)। নিয়োগের দাবিতে উত্তাল হয়ে পর্ষদের অফিস ঘেরাও করতে গেলেন টেটের চাকরিপ্রার্থীরা। যদিও অফিস পর্যন্ত পৌঁছানোর আগেই আটকে দেওয়া হল তাঁদের। এর ফলে বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে কয়েক প্রস্থ হাতাহাতিও হয় টেট পরীক্ষার্থীদের।
এদিন বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করার জন্য উল্টোডাঙা থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে রওনা হয়েছিলেন টেট চাকরিপ্রার্থীরা। খবর পেয়ে এলাকায় পরিস্থিতি সামলাতে চলে আসে পুলিশ প্রশাসন। সল্টলেক ঢোকার আগেই তাঁদের আটকে দেওয়া হয়।
উল্লেখ্য, এসএসসি-র মতো টেটেও নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, আলোচনার বহু অনুরোধ সত্ত্বেও তা সফল না হওয়ায় তাঁরা পথে নেমেছেন। টেট চাকরিপ্রার্থীদের অভিযোগ, "আমাদের দাবি অবিলম্বে আমাদের নিয়োগ করতে হবে। ২০১৬ সাল থেকে পরীক্ষা দিয়ে নিয়োগের অপেক্ষা করছি। অথচ পাঁচ বছর কেটে গেলেও নিয়োগ হয়নি।"