ভাড়া নিয়ে বচসা, প্রতিহিংসাবশত বৃদ্ধকে ধাক্কা ট্যাক্সির, আবারো ট্যাক্সি দৌরাত্ম্যের সাক্ষী রইল কলকাতা
প্রত্যক্ষদর্শীর কথা অনুযায়ী, ওই বৃদ্ধের সঙ্গে ট্যাক্সিচালকের বেশ কিছুক্ষণ ধরে বাদানুবাদ হয়েছিল
আবারো শহর কলকাতায় ট্যাক্সি দৌরাত্ম্য। রাতে ট্যাক্সির জুলুমের অভিযোগ উঠেছে শহর কলকাতায়। অসুস্থ বৃদ্ধ যাত্রীর সঙ্গে বচসা মূলত অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়েই। তারপর প্রায় তিন ঘণ্টা পর্যন্ত রাস্তায় হয়ে বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। পরিবারের লোক দাবি করেছেন, বছর ৬৪ এর শান্তি রঞ্জন পোদ্দারকে নির্মমভাবে ট্যাক্সি দিয়ে ধাক্কা দিয়েছিল ওই ট্যাক্সি চালক। তার ফলে ওই বৃদ্ধের কোমরের হাড় ভেঙে যায়। রাতে কয়েক ঘণ্টা এভাবেই তিনি পড়েছিলেন রাস্তায়। সোমবার ভোরে পর্ণশ্রীর বনমালী নস্কর রোডে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনার অভিযোগ সরাসরি ট্যাক্সি চালকের বিরুদ্ধে।
পুলিশ সূত্র জানিয়েছে,এখনো পর্যন্ত এই এলাকা থেকে কোনরকম সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তবে স্থানীয় এক রিকশাচালক জানিয়েছিলেন ট্যাক্সি চালকের সঙ্গে ওই বৃদ্ধের বেশ কিছুটা বচসা হয়েছিল। ময়নাতদন্তের পর চিকিৎসকরা পুলিশকে জানিয়েছেন পিছন থেকে গাড়ি বা ওই জাতীয় কোন একটি জিনিস শান্তিরঞ্জন বাবুকে ধাক্কা মেরেছে। এর ফলে তার পা পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে এবং তার বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়াও শরীরের বেশ কয়েকটি জায়গায় হাড় ভেঙে যাওয়ার ছাপ রয়েছে। এই প্রচন্ড আঘাতের ফলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এবারে ট্যাক্সিচালক তাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছে, নাকি ঘটনাটি দূর্ঘটনাবশত ঘটে গিয়েছে সেই নিয়ে এখন ধন্দে পুলিশ। বর্তমানে ওই ট্যাক্সিচালকের সন্ধান চালাচ্ছে পুলিশ।