শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দাবি জানাতে রাজ্যপালের কাছে যাচ্ছে তাঁর অনুগামীরা
একটি কোর কমিটির বৈঠকের মাধ্যমে রাজ্যপালের কাছে যাওয়ার দিন ঠিক করা হবে।
শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকছেন কিনা সেই নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলের তরফেও যে সমঝোতা মূলক আলোচনা করা হয়েছিল সেটাও ব্যর্থ। এই পরিস্থিতিতেই শুভেন্দু ঘনিষ্ঠ এবং পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সম্পাদক কণিষ্ক পান্ডা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা দাবি করলেন। মঙ্গলবার কাঁথির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যে শুভেন্দুকে খুনের চক্রান্ত করা হচ্ছে। তাঁর নিরাপত্তা প্রয়োজন। এবং এই নিরাপত্তার দাবিতে রাজ্যপালের কাছে যাবেন তাঁরা।
কণিষ্ক জানান, শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে তারা একটি কোর কমিটির বৈঠক করতে চলেছেন। সেই বৈঠকেই রাজ্যপালের কাছে যাওয়ার দিনক্ষণ নির্ধারিত করা হবে। মন্ত্রীত্ব এবং দলের গুরুত্বপূর্ন কিছু পদের পাশাপাশি নিরাপত্তাও ত্যাগ করেছেন শুভেন্দু। ফলে তাঁর অনুগামীদের পক্ষ থেকে নিরাপত্তার জন্য রাজ্যপালের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।