মন্ত্রীত্ব ত্যাগ শুভেন্দু অধিকারীর! ইস্তফাপত্র রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে
"আমাদের দরজা সবার জন্য খোলা" প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
দীর্ঘ জল্পনাকে সত্যি করে রাজ্য পরিবহন দপ্তর ও সেচ দপ্তরের মন্ত্রীত্ব পদ থেকে আজ পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়-কে ইমেইল করে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। যদিও, কি কারণে তাঁর এই সিদ্ধান্ত সে বিষয়ে তিনি ইমেইল-এ কিছুই উল্লেখ করেননি বলে সূত্রের খবর।
শুভেন্দু অধিকারীর এই পদত্যাগের পর রাজ্য বিজেপি মুখপাত্র দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁদের দলের দরজা সবার জন্যই খোলা। যদিও কেউ বিজেপিতে যোগদান করতে চান, তাঁদের দল সাদরে গ্রহণ করবে তাঁকে।