শারীরিক হেনস্থা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা, হাজরার ঘটনায় টুইটারে সরব শুভেন্দু
আজ আশুতোষ কলেজ লাগোয়া বসন্ত রোডে পুলওয়ামা দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী
হাজরা আশুতোষ কলেজের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ঘটনায় সরব হয়ে টুইট করলেন বিজেপি নেতা। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শুভেন্দু অধিকারী লিখলেন, "আশুতোষ কলেজ মোড়ে শারীরিক হেনস্থা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা।" শুভেন্দু লিখছেন, "পুলওয়ামা দিবসে ভারতের শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। আশুতোষ কলেজের মোড়ে আমাকে শারীরিক হেনস্থা করা হয়। তৃণমূল দুষ্কৃতীদের পক্ষ থেকে এই হেনস্থা করা হয়েছে। আশুতোষ কলেজ মোড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিধানসভা কেন্দ্র, ভবানীপুর থানা এলাকায়।"
আজকে আশুতোষ কলেজ লাগোয়া বসন্ত রোড এলাকায় পুলওয়ামা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে আগে থেকেই একটি অনুষ্ঠান ঘোষিত ছিল। শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পরিচালন সমিতির উদ্যোগে শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন আশুতোষ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন ছাত্র। শুভেন্দু আসতেই তাদের তরফ থেকে বিক্ষোভ শোনা যায়। "চোর চোর চোট্টা, শিশিরবাবুর ছেলেটা" স্লোগান তারা দিতে থাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
ঘটনায় বিরক্ত হয়ে মেজাজ হারান শুভেন্দু অধিকারী। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, নিরাপত্তারক্ষীরা তাদের উদ্দেশ্যে কটূক্তি করেন এবং তাদেরকে জোর করে সরিয়ে দেওয়া হয়। এলাকায় বিশাল জটলা তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে কিছুটা ধস্তাধস্তিও হয়। অনুষ্ঠানে শুধুমাত্র মাল্যদান করে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী। তারপর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে এই আক্রমণের বিরুদ্ধে সরব হন বিরোধী দলনেতা।