মোদির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন শুভেন্দু, দাড়িয়ে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়
তাৎপর্যের বিষয় হলো, ওই সময় নিরবে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
অমিত শাহের হাত ধরে বিজেপিতে পদার্পণের পর থেকেই সংবাদের শিরোনামে শুভেন্দু অধিকারী। জানা গিয়েছিল নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে তিনি দিল্লি যেতে পারেন। সেই দেখা এখনো পর্যন্ত না হলেও ধীরে ধীরে বিজেপির একজন বড় কর্মী হয়ে উঠছেন শুভেন্দু অধিকারী। এদিন শেষ পর্যন্ত শুভেন্দু এবং নরেন্দ্র মোদির সাক্ষাৎ হলো। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্মজয়ন্তী দিন অনুষ্ঠানে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে ৪ থেকে ৫ মিনিট কথা হয়েছে শুভেন্দু এবং মোদির। তবে তাৎপর্যের বিষয় হলো, ওই সময় নিরবে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভাস্থলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। জানা যাচ্ছে মোদি শুভেন্দুকে বলেন তার কথা উনি শুনেছেন এবং আগামী দিনে কঠিন লড়াইয়ের পরামর্শ দিয়েছিলেন। মনে করিয়ে দিলেন, আগামী দিনে আরও জোরালোভাবে প্রস্তুতি নিতে হবে বিজেপি কর্মীদের। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় বেশ কয়েকজন বিজেপি নেতা। সেই সময়ে দূরে দাঁড়িয়ে শুভেন্দুর কার্যকলাপ দেখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।