SSC নতুন তালিকাতেও অস্বচ্ছতার অভিযোগ, সল্টলেক ভবন ঘেরাও আবেদনকারীদের
গতকাল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসি বোর্ড নতুন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে
উচ্চ প্রাথমিক শিক্ষক (Upper Primary Recruitment) নিয়োগে বিতর্ক তুঙ্গে উঠেছে ফের। গতকাল উচ্চ আদালতের নির্দেশ মেনে নম্বর সহ ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল এসএসসি (SSC) বোর্ড। তবে নতুন প্রকাশিত তালিকাতেও কিছু ভুলের জন্য ফের বিক্ষোভ দেখিয়েছে পরীক্ষার্থীরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে এসএসসি ওয়েবসাইটে প্রকাশিত হয় নতুন ইন্টারভিউ তালিকা। তালিকাতে বেশকিছু অস্বচ্ছতা আছে এই অভিযোগে আজ অর্থাৎ শুক্রবার সকালে সল্টলেকের (Saltlake) এসএসসি ভবন ঘেরাও করে আবেদনকারীদের একাংশ। যাদের ইন্টারভিউ লিস্টে নাম নেই তারাই বিক্ষোভ দেখিয়েছেন। দিন গড়াতে বিক্ষোভের তীব্রতা বাড়লে বিধান নগর পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আসলে জানা গিয়েছে, গতকাল দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য এসএসসি নতুন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেন। তারা নির্দেশমতো নামের পাশে নম্বর উল্লেখ করেন এবং কাট অফ মার্কস বলে দেন। তবে অনেকেই অভিযোগ জানিয়েছেন যে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও ইন্টারভিউ লিস্টে তাদের নাম আসেনি। সেই প্রতিবাদেই সকাল থেকে সল্টলেক এসএসসি ভবনের সামনে ৫০০ জন অভিযোগপত্র জমা দেওয়ার লাইন দেয়। ক্রমশ ভিড় বাড়তে থাকে ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ বিক্ষোভকারীদের জানায় তাদের মধ্যে প্রতিনিধিরা বাইরে না ভিড় করে ভিতরে গিয়ে তাদের বক্তব্য জানাক। তাদের মধ্যে ৪ জনের প্রতিনিধিদল ভিতরে গেলেও ভবনের সকলেই হাইকোর্টের মামলার জন্য ব্যস্ত ছিলেন। তাই মৌখিকভাবে তাদের অভিযোগ শোনা হলেও লিখিত অভিযোগ পত্র নেওয়া হয়নি। আজ দুপুরে হাইকোর্টের মামলার পর কি সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকে চেয়ে আছে চাকরি প্রার্থীরা।