"অহংকার ভালো নয়", রাজকে কটাক্ষ শ্রীলেখার
নবনির্বাচিত তারকা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী "রেড ভলেন্টিয়ার্স" প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেছেন
একুশে বাংলা বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এবার বড় মার্জিনে প্রতিপক্ষকে হারিয়ে বাংলার মসনদে বসেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ৭৭ আসন পেলেও সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থীরা বাংলায় খাতা খুলতে পারেনি। তবে এই করোনাকালে বামেদের "রেড ভলেন্টিয়ার" সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়ে কাজ করে যাচ্ছেন। এক কথায় বলতে গেলে, "সরকারে না থাকুক, দরকারে আছে" এই ট্যাগ লাইনটি তাদের জন্য একদম সঠিক। কিন্তু এরইমাঝে নবনির্বাচিত তারকা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন। তার পাল্টা জবাব দিতে ছাড়েননি মনেপ্রাণে বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
আসলে "রেড ভলেন্টিয়ার্স" প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাজ চক্রবর্তী বলেছেন, "ওদের কাছে কাজ নেই। ওরা দেখাচ্ছে যে ওরা রাস্তায় নেমেছে। কিন্তু আমরা সারাদিন রাস্তাতেই থাকি। আমাদের প্রমাণ করার মত কিছু নেই।" এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেছেন, "এত অহংকার কিন্তু ভালো লাগে না। আপনি বিধায়ক হয়েছেন। আপনার কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করুন। যারা শূন্য হয়ে সত্যিকারে মানুষের পাশে আছেন তাদের অপমান করবেন না। অপমান করার ধৃষ্টতা দেখিয়ে ভুল করছে। মানুষ কিন্তু ক্ষমা করবে না।" এছাড়াও শ্রীলেখা মিত্র ব্যারাকপুরের রেড ভলেন্টিয়ার্সদের বলেছেন যে কোন কিছু প্রয়োজন হলে নতুন বিধায়ককে জানাবেন সমাধান করার জন্য।