'আমার বিরুদ্ধে যখন তখন কেস হচ্ছে', জামিন পেয়ে বললেন দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/10/2021   শেষ আপডেট: 08/10/2021 5:35 p.m.
-

দিলীপ ঘোষের নামে ওয়ারেন্ট থাকার জেরে বিধাননগর আদালতে হাজির হন দিলীপ ঘোষ

"আমার বিরুদ্ধে যখন তখন কেস হচ্ছে", আজ সাংসদ-বিধায়কদের আদালতে হাজির হয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এমনটাই বললেন সংবাদমাধ্যমের সামনে। সূত্রের খবর, দিলীপ ঘোষের নামে ওয়ারেন্ট থাকার জেরে বিধাননগর আদালতে হাজির হন দিলীপ ঘোষ। আর সেখানেই দিলীপ ঘোষ বলেন, "হঠাৎ হঠাৎ ওয়ারেন্ট বের হয়। এখানে এসে আমাকে বেল নিতে হয়। তাই এসেছিলাম। ঝাড়গ্রামে আমার বিরুদ্ধে আর্মস কেস ছিল। সেখানে আমার নামে কেউ কেস করেছেন, আমি নাকি বন্দুক দেখিয়ে তাঁকে ভয় দেখিয়েছি।"

আদালত সূত্রে খবর, দিলীপ ঘোষের বিরুদ্ধে একটি মামলা ছিল রায়গঞ্জ পুলিশ স্টেশনে, আর একটি ছিল হেয়ার স্ট্রিট থানায় এবং আরও একটি ছিল ঝাড়গ্রাম পুলিশ স্টেশনে। এই তিনটি মামলাতেই আজ জামিন হয় দিলীপ ঘোষের। তবে জামিন হলেও বেশ বিরক্ত দিলীপ ঘোষ। আদালত থেকেই তাঁর সাফ বক্তব্য, "আমার বিরুদ্ধে যখন তখন কেস হচ্ছে, ওয়ারেন্ট বের হচ্ছে। আমি অনেক সময় জানতেও পারি না। আমাকে তাই জামিন নিতে আসতে হয়।"