করোনায় মৃত্যু সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডের কর্ণধার শঙ্কর সেনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/07/2020   শেষ আপডেট: 29/07/2020 11:24 p.m.
Senco Gold Facebook page

কোভিড ১৯ এর করাল গ্রাসে প্রাণ গেলো খ্যাতনামা হীরা এবং অলঙ্কার ব্যবসায়ী সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডের কর্ণধার শঙ্কর সেনের

মঙ্গলবার নোবেল করোনা ভাইরাসের সংক্রমনে মৃত্যু হলো পশিচমবঙ্গ তথা দেশের প্রসিদ্ধ অলঙ্কার ব্যবসায়ী শঙ্কর সেন। তাঁর বয়স হয়েছিলো মাত্র ৬৩ বছর। দশ দিন আগে জ্বর এবং ফুসফুসের সংক্রমন নিয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন তিনি। স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায় তিনি করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন। এদিন সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

নব্বইয়ের দশকে উত্তরাধিকার সূত্রে কলকাতা শহরে মাত্র তিনটি ছোটো সোনার দোকানের মালিকানা পেয়েছিলেন শঙ্কর বাবু। এরপর কঠিন অধ্যাবসায়, উপস্থিত ব্যবসায়িক বুদ্ধির জেরে স্বর্ণ ব্যবসায়ে রীতিমতন আলোড়ন ছড়িয়ে দেন তিনি। বর্তমানে সারা দেশের ১৪ টি রাজ্যে মোট ১০০টি আউটলেট রয়েছে এই জনপ্রিয় ব্যাণ্ডের। এই জুলাই মাসেই আইএমএ (ইণ্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশন) এর সাথে যৌথদ্যোগে এনআরএস মেডিকাল কলেজ হাসপাতালে করোনার বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে লড়াই করে চলা ঐ হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের সম্মানিত করা হয়। ঐ অনুষ্ঠাণে সাম্মানিক হিসেবে সেনকো গোল্ডের তরফ থেকে বিশেষ নকশা করা রৌপ মুদ্রা দেওয়া হয় চিকিৎসক এবং নার্সদের। সমস্ত অনুষ্ঠানের পরিকল্পনা ছিলো শিল্পপতি শঙ্কর সেন এর বলে জানা গিয়েছে।

জনপ্রিয় এই শিল্পপতির মৃত্যুর সাথে অলঙ্কার শিল্পের একটি স্বর্ণযুগের অবসান হলো।