কাটমানি নিয়ে তৃণমূলকে খোঁচা বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের
বললেন- কিষাণ সন্মান নিধি যোজনা থেকেও কাটমানি চায় তৃণমূল
শুক্রবার কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরে হওয়া সাংবাদিক সম্মেলনে অংশ নেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। কাটমানি এবং অন্যান্য প্রসঙ্গে তৃণমূল সরকারকে তুলোধোনা করেন সম্বিত। তিনি বলেন "কিষান সম্মান নিধি যোজনা চালু হওয়ার দু'বছর পর রাজ্য সরকার সেটা চালু করতে চাইছে। তাও চাষির টাকা সরাসরি চাষির কাছে না গিয়ে সরকার মারফত যেতে হবে। স্পষ্টতই তৃণমূল সরকার গরিব চাষির টাকা থেকেও কাটমানি চায়।"
সদ্য পাশ হওয়া কৃষি বিল নিয়ে সম্বিত বলেন, "বিরোধীরা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। আসলে কিন্তু চাষীদের কাছে একটা বড়ো জায়গা খুলে যাচ্ছে এই বিলের সাহায্যে।"
সারাদেশে কৃষক আন্দোলনে তৃণমূলের অবস্থান নিয়ে তিনি বলেন, "তৃণমূল সরকার সারাদেশে চাষী মৃত্যু দেখতে পায়, চাষীদের কষ্ট দেখতে পায়। নিজের রাজ্যে হলে সেগুলো আর চোখে পড়ে না তাদের।" ক্লাবকে অনুদান পুরোহিতদের ভাতা সবকিছুই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা এমনটাও দাবি করেন তিনি।