যাদবপুরের পর আরজিকর! মৃত্যু হল জুনিয়র চিকিৎসকের

শ্রেয়া সাহা
প্রকাশিত: 12/08/2023   শেষ আপডেট: 12/08/2023 1:28 p.m.

৫ ঘণ্টারও বেশি চেষ্টা করার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনায় যখন শোরগোল তুঙ্গে, এসবের মাঝেই আরজিকর হাসপাতালে প্রাণ হারালেন এক ইন্টার্ন। প্রাথমিক অনুমান, অতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে মৃত্যু হয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, মৃত ওই জুনিয়র চিকিৎসকের নাম শুভ্রজ্যোতি দাস। আরজিকরে তাঁর ইন্টার্নশিপ চলছিল। ইতিমধ্যেই এই বিষয় টালা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, গত পরশুদিন সন্ধে সাতটা নাগাদ অচৈতন্য অবস্থায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ওই পড়ুয়াকে, এবং রাত ১২:৪০ নাগাদ মৃত্যু হয় তাঁর। জানা যাচ্ছে, বিরাটি সংলগ্ন নিমতা অঞ্চলে তাঁর কাকার বাড়ির কাছে, একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শুভ্রজ্যোতি। বাবা-মা বাংলাদেশে থাকেন। বাড়ি থেকে ২ দিন ধরে বের হচ্ছিলেন না দেখে তাঁর কাকার সন্দেহ হয়। দরজা ভেঙে কাকা দেখেন, লুটিয়ে রয়েছে তাঁর দেহ। এরপর আরজিকর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে প্রায় ৫ ঘণ্টারও বেশি চেষ্টা করার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।