৫০০ টাকা দামের নবাবী আম বিকিয়েছে দেদার, তিনদিনের আম উৎসবে রেকর্ড বিক্রি
তিনদিনে ৬০ মেট্রিক টন আম বিক্রি হয়েছে উৎসবে
গত ২৩ জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আম উৎসব। তিনদিন ব্যাপী এই উৎসব ঘিরে আমপ্রেমীদের উত্তেজনা ছিল তুঙ্গে। তাই এবছর বিক্রিও হয়েছে রেকর্ড ভাঙা। গতকাল ছিল এর শেষদিন। জানা গিয়েছে, চেঁচেপুছে সব আমই সাফ হয়ে গিয়েছিল। যার জেরে দারুন খুশী বিক্রেতারা।
উৎসবের শুরুর দিন থরে থরে সাজানো ছিল নদিয়ার রেড পালমার, মুর্শিদাবাদের নবাবি কোহিতুর আম। যার প্রতি পিসের দাম ৫০০ করে। হ্যাঁ, সকলেই অবাক হয়েছিল এত দামী আম বিক্রি হবে কিনা। কিন্তু ধারণা ভেঙে প্রথম দিনেই রেড পালমার বিকিয়েছে ১২০ পিস আর কোহিতুর গিয়েছে ১৫০ টি। দ্বিতীয় দিনে কোহিতুর প্রেমীদের হতাশ হতে হয়েছিল এসে। কারণ তাদের ভাগ্যে শিঁকে ছেড়েনি।
ক্রেতাদের তালিকায় নীলবাতি চড়ে আসা ভিআইপি আমপ্রেমীরাও ছিলেন। আর আমের তালিকায় ছিল হিমসাগর, ল্যাংড়া, ফজলি, গোলাপখাস, সারেঙ্গা, বিড়া, রানিপসন্দ, মুলায়মজাম, ব্যানানা কিং, মল্লিকা, মোতিচূর ইত্যাদি নামী-অনামী গোটা চল্লিশ প্রজাতির আম। উৎসবের শেষদিনে ১০০ র আম ৬০-৭০ টাকায় বেচেছেন বিক্রেতারা। তিনদিনে ৬০ মেট্রিক টন আম বিক্রি হয়েছে উৎসবে। দপ্তর মন্ত্রী সুব্রত সাহা বলেন, "আগামী বছর আরও আগে শুরু হবে এই উৎসব। আরও বেশি প্রজাতির আম রাখা হবে।" এদিন বিভিন্ন জেলাকে আম উৎসবে অংশগ্রহণের জন্য বিভিন্ন বিভাগে পুরস্কৃতও করা হয়েছে।