জীবনে তিক্ততা আসলেও এখনো শোভনের পাশে দাড়িয়ে এই লড়াই লড়তে চান স্ত্রী রত্না
শোভনের স্ত্রী এর মতই তাঁর পাশে আছেন তাঁর পুত্র ঋষি
পুরনো সমস্ত তিক্ততাকে একেবারে দূরে ফেলে দিয়ে এবারে নতুন করে স্বামী শোভন চট্টোপাধ্যায়ের (Shovan Chaterjee) পাশে দাঁড়িয়ে লড়াই করতে চাইছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chaterjee)। জীবনে বৈশাখী ঝড় আসলেও এখন তিনি স্বামীর পাশে দাঁড়িয়ে তাঁকে সাহায্য করতে চাইছেন এই দুর্দিনে। নিজাম প্যালেসে শোভন চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর তিনি এবং তাঁর পুত্র ঋষি পৌঁছেছিলেন শোভন কে দেখার জন্য। রত্না চট্টোপাধ্যায় বলছেন, 'এখনো পর্যন্ত আমরা স্বামী-স্ত্রী। বিপদের দিনে শোভন বাবুর পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আমি নিজে এরকম শিক্ষা পেয়েছি এবং আমি সন্তানদের এরকম শিক্ষা দিচ্ছি। যেকোনো কঠিন সময়ে শোভন বাবুকে সাহায্য করার জন্য আমি প্রস্তুত।' সোমবার সকালে শোভন চট্টপাধ্যায়ের গ্রেফতারির খবর পাওয়া মাত্রই নিজাম প্যালেসে নিজের পুত্রকে নিয়ে ছুটে গিয়েছিলেন শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়। শোভনের শরীর-স্বাস্থ্যের দফায় দফায় খোঁজ নিয়েছেন এবং পাশাপাশি চালিয়ে গিয়েছেন প্রয়োজনীয় আইনি পরামর্শ। তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে তাঁদের কাছ থেকে খোঁজ নিয়েছেন কিভাবে পাওয়া যায় জামিন।
শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায় এখনো তাঁর স্বামীর পাশে রয়েছেন। অন্যদিকে আবার বেহালা পূর্ব আসনে, যেটা ছিল শোভন চট্টোপাধ্যায়ের নিজের এলাকা, সেখানে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন রচনা চট্টোপাধ্যায়। ঋষি মায়ের সঙ্গে প্রচারে বেশ কয়েকবার গিয়েছে। নিজাম প্যালেসের থেকে বেশ কয়েকবার মায়ের এবং তাঁর বাবার খবর নিয়েছে ঋষি চট্টোপাধ্যায়। সিবিআইয়ের কনভয় প্রেসিডেন্সি জেলে ঢুকে পড়ার পরে সেখানে আসেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্সি জেলের গেটের বাইরে দাঁড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বৈশাখী। সেই সময় এই ঘটনা দেখেও কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই সেখানে শুধু পরিচিতদের সঙ্গেই কথা বলেন ঋষি। এই ৩ বছরে দুজনের সম্পর্কে অনেক তিক্ততা আসলেও এই বিপদের দিনে শোভনের পাশেই যোগ্য পত্নীর মত দাড়িয়ে আছেন স্ত্রী রত্না।