আবারও মূল্য বৃদ্ধি কেরোসিন ও রান্নার গ্যাসের

পৃথ্বীশ ব্যানার্জী
প্রকাশিত: 05/08/2020   শেষ আপডেট: 08/08/2020 2:59 p.m.
প্রতীকী ছবি

অগাস্ট মাসেই বাড়তে চলেছে কেরোসিন ও রান্নার গ্যাসের দাম।

অগাস্ট মাসেও রেশনে বাড়তে চলেছে কেরোসিন তেলের দাম। দাম বেড়ে ২৮ টাকার কাছাকাছি হতে পারে বলে খাদ্য দফতর সূত্রে খবর। চলতি মাসে ২২.৬৮ টাকা তেলের দাম ইতি মধ্যেই জানিয়ে দিয়েছে তেল কোম্পানিগুলি। জুন মাসে ৯ টাকা বাড়িয়ে তেল কোম্পানি গুলি কেরোসিন তেলের দাম ধার্য করেছিল লিটার প্রতি ২০.৯৫ টাকা। এই মাসে সেটি লিটার প্রতি ১.৭৩ টাকা বৃদ্ধি পেলো। এর ওপর খাদ্য দপ্তর, বিভিন্ন কমিশন ও পরিবহন খরচ মিলিয়ে চূড়ান্ত দাম ধার্য করবে। বিশেষজ্ঞদের অভিমত, সব মিলিয়ে ২ টাকার মতো দাম বৃদ্ধি পেতে পারে। যার ফলে রেশনে কেরোসিনের দাম ২৬.৭৯ টাকা থেকে ২৮ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

কেরোসিনের মতোই অগাস্ট মাসে দাম বাড়লো রান্নার গ্যাসের। তবে কেবল কলকাতা শহরেই রান্নার গ্যাসের দাম ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে। ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৬২১ টাকা। পাশাপাশি ১৯ কেজির কমার্সিয়াল গ্যাস সিলিন্ডারের দাম গত মাসের থেকে ১ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ১৯৮ টাকা ৫০ পয়সা এবং ৫ কেজি সিলিন্ডারের দাম হয়েছে 231 টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দামের সেই ভাবে হেরফের হয়নি বলেই তেল কোম্পানি সূত্রে খবর। তবে কেন কলকাতা শহরেই গ্যাসের দামের এই বৃদ্ধি তা ভাবাচ্ছে কলকাতাবাসীকে।