শিক্ষক অভিযানে মিলেছে পুলিশের লাঠি, মিলবে কি দাবি?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/01/2021   শেষ আপডেট: 12/01/2021 9:21 a.m.
-

কুড়ি দফা দাবিতে নবান্ন অভিযানে বাধা পেয়ে অবস্থান ও অনশনে ‌১৩টি শিক্ষক সংগঠন

শিক্ষকস্বার্থে কুড়ি দফা দাবি আদায়ের নিরিখে হাইকোর্টের অনুমতি নিয়ে সোমবার নবান্নমুখে অভিযানে সামিল হলে পুলিশের বাধাপ্রাপ্তিতে কার্যত বিক্ষুব্ধ শিক্ষক সংগঠনগুলি। শহীদ মিনার ময়দানে পুলিশ শিক্ষকদের ফিরিয়ে দিলে ধর্নায় বসেন তারা। একইসাথে সোমবার বিকেল থেকে শুরু হয় অনশনও।

শিক্ষাবন্ধু যৌথমঞ্চ, শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ, পার্শ্বশিক্ষক সংগঠন, বৃত্তিমূলক শিক্ষক সংগঠন, মাদ্রাসা ও কম্পিউটার শিক্ষক সহ প্রায় ১৩ টি সংগঠনের অভিযানে সামিল শিক্ষকরা এদিন বিকেল ৩টে নাগাদ শহিদ মিনার থেকে নবান্ন অভিযানে যাত্রা শুরু করলে ডাফরিন রোডেই পুলিশের সাথে ধস্তাধস্তিতে তা ভঙ্গ হয়। পুলিশের ব্যারিগেড ভাঙলে লাঠিচার্জও চলে এবং প্রিজন ভ্যানে অনেককে বন্দি করা হয়। মূলত বেতন কাঠামোর উন্নয়ন, পেনশন, শিক্ষাবন্ধুদের বকেয়া ফেরত, মাদ্রাসার আর্থিক উন্নতি, কনট্রাকচুয়ালি নিযুক্ত শিক্ষকদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট বৃদ্ধি এইপ্রকার ২০ দফা দাবিতে পথে নামেন তাঁরা। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের এহেন আচরণে ক্ষুব্ধ প্রায় পাঁচশো শিক্ষক অবস্থান বিক্ষোভ সহ কাল বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ধাপে ধাপে দাবি পূরণের চেষ্টা চলছে বলে জানান।