করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে পার্ক স্ট্রিটে রাতভোর পার্টি!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/07/2021   শেষ আপডেট: 11/07/2021 9:43 a.m.

৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

করোনাবিধিকে থোড়াই কেয়ার। রাজ্যেজুড়েই জারি হওয়া একরাশ কড়াকড়ির মাঝে রাতভোর চলল উদ্দাম পার্টি। বক্স বাজিয়ে নাচ গান নৈশভোজে মেতে রইল রাতের পার্ক স্ট্রিট। আর খবর পাওয়ামাত্রই বাধা দিতে আসে পুলিশ। ঘটনাস্থলে এসে পুলিশের সাথে চলে কথা কাটাকাটি, ধ্বস্তাধ্বস্তি। অবশেষে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের গোপন সূত্রে খবর, পার্ক স্ট্রিটের একটি অভিজাত হোটেলের দ্বিতীয় ও তৃতীয় তলায় পার্টির আয়োজন করা হয়। করোনাবিধিকে উপেক্ষা করেই সেখানে বহু মানুষের জমায়েত হয়। খবর পেয়ে আচমকাই হাজির হয় বিশাল পুলিশবাহিনী। বাধা দিলে পুলিশের ওপর পাল্টা চড়াও হয় উন্মত্ত জনতা। ওই হোটেল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মার্সিডিজ সহ আরো দুটি গাড়ি। কিছু সাউন্ড সিস্টেমকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কিছু নেশাকারক পানীয়ের বোতল ও গাঁজা।

এই করোনাকালে বিধিনিষেধ সম্পূর্ণ শিকেয় তুলে কার উদ্যোগে বা কাদের মদতে রাতের শহরে এই প্রকার পার্টি হতে পারে, তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় ৩৭ জন ধৃতের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন, পুলিশকে কাজে বাধাদান-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।