আশঙ্কাই সত্যি হল! এক ধাক্কায় বাড়ল পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম
কলকাতায় পেট্রোলের দাম বাড়ল ৮৪ পয়সা, ডিজেল ৮৩ পয়সা এবং রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বাড়ল ৫০ টাকা
আশঙ্কা ছিলই, পাঁচ রাজ্যের নির্বাচন (Election) শেষ হলেই জ্বালানি এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির! আশঙ্কাই সত্যি হল এবার। এক ধাক্কায় অনেকটাই বাড়ল পেট্রোল (Petrol) ডিজেল (Diesel) এবং রান্নার গ্যাসের (LPG) দাম। সোমবার মধ্যরাত থেকেই এই নতুন মূল্য কার্যকর হতে শুরু করেছে। ৮৪ পয়সা পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি ১০৫.৫১ টাকা। আর ডিজেলের দাম বাড়ল ৮৩ পয়সা, নতুন লিটার প্রতি ডিজেলের মূল্য ৯০.৬২ টাকা। আর এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা।
টানা ১৩৭ দিন পেট্রোপণ্যের দাম বাড়েনি। রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) সংকটের কারণে ক্রমশ বাড়ছিল অপরিশোধিত তেলের দাম। যার কারণে দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়ার প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু বাধ সাধে পাঁচ রাজ্যের নির্বাচন। আর নির্বাচন মিটতেই সমস্ত জল্পনাই সত্যি হল। এক ধাক্কায় অনেকটাই বাড়ল পেট্রোপণ্যের দাম। আর রান্নার গ্যাস তো হাজার ছুঁই ছুঁই।
এমন দাম বাড়ার কারণ কী? দাম বৃদ্ধি কোন আকস্মিক ঘটনা নয়। ২৬ দিন অতিক্রান্ত হলেও রাশিয়া-ইউক্রেন সংকটের কোন উন্নতি হয়নি। এদিকে রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে অপরিশোধিত তেলের মূল্য অনেকটাই বেড়ে গেছে। এদিকে রাশিয়ার উপর পশ্চিমি দেশগুলির নিষেধাজ্ঞার কারণে অনেকটাই দাম বেড়েছে অপরিশোধিত তেলের। যার মূল্য চোকাতে হবে ভারতকেও। তবে পাঁচ রাজ্যের নির্বাচনের কারণে এতদিন আটকে ছিল। গত ১০ মার্চ নির্বাচনের ফল ঘোষণার পরেই কবে পেট্রোপণ্যের কিংবা রান্নার গ্যাসের দাম বাড়ে, তা ছিল কেবল সময়ের অপেক্ষামাত্র। ভোটের ফল বেরোনোর ১০ দিনের মধ্যেই বাড়ল জ্বালানির মূল্য।
এদিকে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ার ফলে নাভিশ্বাস অবস্থা আমজনতার। কাঁচা সব্জি থেকে অন্যান্য জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। সর্ষের তেল কিংবা পাম তেলে তো হাত দেওয়াই মুশকিল। করোনার কারণে কাজ হারিয়ে রোজগারহীন লক্ষ লক্ষ মানুষ। তার মধ্যে জ্বালানি এবং রান্নার গ্যাসের দাম বাড়ার ফলে তীব্র মূল্যবৃদ্ধির সম্ভাবনা। তাই বাজারের ব্যাগ হাতে আতঙ্কে দিন কাটছে আমজনতার।