নিরাপত্তার মোড়কে নিজাম প্যালেস, SSC দুর্নীতি মামলায় CBI দফতরের পরেশ অধিকারী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/05/2022   শেষ আপডেট: 19/05/2022 8:05 p.m.
https://www.facebook.com/PareshAOfficial

মন্ত্রীর পাশাপাশি তাঁর মেয়ের বিরুদ্ধেও এফআইআর দায়ের করে তলব করা হলেও মেয়ে অঙ্কিতা গরহাজির

এসএসসি দুর্নীতি মামলায় ভুয়ো নিয়োগে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের নাম জড়িয়ে যাওয়ায় গত কয়েক দিন ধরেই ব্যাপক চাপান-উতর তৈরি হয়েছিল বাংলার রাজনৈতিক মহলে। এসএসসি দুর্নীতি মামলায় ভুয়ো নিয়োগে পরেশ অধিকারীকে সিবিআই দফতরের হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে তাঁর ‘খোঁজ’ মিলছিল না বুধবার থেকেই।

তবে অবশেষে আজ এসএসসি দুর্নীতি মামলায় অবশেষে সিবিআইয়ের তলবে হাজির পরেশ অধিকারী। মন্ত্রীর পাশাপাশি তাঁর মেয়ের বিরুদ্ধেও এফআইআর দায়ের করে তলব করা হলেও মেয়ে অঙ্কিতা গরহাজির। এদিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে পৌঁছন তিনি।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বারবার সিবিআই দপ্তরে হাজিরা এড়িছেন পরেশ অধিকারী। শেষে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। এরপরেই অবশ্য পরেশ অধিকারীর আইনজীবী জানিয়েছিলেন, তিনি কোচবিহারেই রয়েছে। সন্ধে সাড়ে ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন। এ কথা শোনা মাত্রই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে নিজাম প্যালেসে গিয়ে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।