নুসরতের ছেলের বাবা যশ দাশগুপ্তই, প্রকাশ্যে এল তথ্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/09/2021   শেষ আপডেট: 16/09/2021 9:17 a.m.
facebook.com/YashDasguptaA,/nusratchirps/

কলকাতা পুরসভার অনলাইনে জন্ম শংসাপত্রে এই নামই দিলেন নুসরত

নুসরত জাহানের (Nusrat Jahan) ছেলের বাবা কে? এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে কম জলঘোলা হয়নি। এক শিবির বারবার নুসরতের পাশে থেকেছেন এবং একটি সন্তান পিতৃপরিচয় ছাড়াও কেবল মায়ের পরিচয়েই বড় হতে পারে। আবার আর এক শিবির নুসরতের এই 'অদ্ভুত' নীরবতায় বারবার সরব হয়েছেন। নুসরত যে কেবল নীরব ছিলেন, তা কিন্তু নয়। ছেলের পিতৃপরিচয় সম্পর্কে একবার তো তিনি বলেই ফেলেন, "আমার ছেলের বাবা জানে বাবা কে"। তবে বুধবার সব ধোঁয়াশার অবসান হল বলছেন ওয়াকিবহাল মহল।

কলকাতা পুরসভার ওয়েবসাইটে দেখা গেল নুসরত জাহানের ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত (Yishaan J Dasgupta), মায়ের নাম নুসরত জাহান রুহি। আর বাবার নামের জায়গায় প্রত্যাশা মতোই দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ। নুসরত ছেলের জন্ম শংসাপত্রে এমনই তথ্য দিয়েছেন। এমনকী যশ দাশগুপ্তের পদবীই ছেলের ক্ষেত্রে ব্যবহার করেছেন। তাহলে ছোট্ট ঈশানের পিতৃপরিচয় কি প্রকাশ্যে এল? আর কি সন্তানের পিতৃ পরিচয় গোপন রাখতে পারলেন না সাংসদ নুসরত? এ প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

এদিন কলকাতা পুরসভা তাদের ওয়েবসাইটে জন্মের শংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩ বলে নিশ্চিত করেছে। সন্তান সম্ভবা থেকে শুরু করে গত ২৬ অগাস্ট সন্তানের জন্ম হওয়া পর্যন্ত নুসরতের ছেলের পিতৃপরিচয় নিয়ে কম টানাপোড়েন হয়নি। নুসরতের সঙ্গে বারবার অভিনেতা যশ দাশগুপ্তকে দেখা গেলেও কেউ কখনও স্বীকার করেননি তাঁদের সম্পর্কের কথা। এখন পুরসভার ওয়েবসাইটে সন্তানের পিতৃপরিচয় প্রকাশ্যে আসায় সেই ধোঁয়াশার জট কাটল বলছেন একাংশ। তবে এরপরও নুসরত-যশ বিবাহবন্ধনে আবদ্ধ হবেন, নাকি এই সম্পর্কই বজায় রাখবেন তা এখনও স্পষ্ট নয়। যশরত অনুরাগীদের আরও অপেক্ষায় যে থাকতে হবে, তা বলাই বাহুল্য।