মন্ত্রী বেঁচে। কিন্তু শোকবার্তা প্রকাশ করে দিলো নবান্ন!
মন্টুরাম পাখিরার স্মৃতিতে মুখ্যমন্ত্রীর নামে শোকবার্তা প্রকাশ তথ্য সংস্কৃতি দপ্তরের
করোনা আক্রান্ত সুন্দরবন উন্নয়ণ মন্ত্রী মন্টুরাম পাখিরাকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল থেকে বেলাঘাটা আইডি তে নিয়ে আসা হলো। চিকিৎসার জন্যই। কিন্তু তার মাঝেই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর মুখ্যমন্ত্রীর লেখা শোকবার্তা প্রকাশ করে দিলো। তাঁর মৃত্যুর খবর জানিয়ে।
আরও পড়ুন
রীতিমতো মেমো নম্বর সহ প্রকাশ করা এই শোকবার্তা নিয়ে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও তড়িঘড়ি সেই পোস্ট ডিলিট করে দেওয়া হয় নবান্নের পক্ষে। কিন্তু প্রশ্ন উঠছে খবরের সত্যতা যাচাই না করে কিকরে এতো বড়ো ভুল করলো নবান্ন! একজন জীবিত মানুষকে মেরে দেওয়া হলো! যাক, বেঁচে থেকেই মৃত্যু পরবর্তী সময় সম্পর্কে খানিক আন্দাজ তো পেলেন মন্টুরাম।