কোকেন ইস্যুতে নয়া মোড়, হাজিরা এড়াতে দিল্লি! রাকেশ সিংয়ের বাড়িতে হাজির কলকাতা পুলিশ বাহিনী
হাজিরা এড়াতে দিল্লি নয় বরং বাড়িতেই আছেন রাকেশ সিং, তবুও পুলিশের পথ আটকে রাকেশের পরিবার এবং নিরাপত্তারক্ষীরা
শুক্রবার নিউ আলিপুরে ১০০গ্রাম কোকেনের প্যাকেট সহ গ্রেফতার হন বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, এই কোকেনের আনুমানিক মূল্য ছিল প্রায় ১০লক্ষ টাকা। এরপরেই শুরু হয় রাজনৈতিক তরজা। যদিও এই ইস্যুতে তৈরি হয় একাধিক বির্তক। বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী অভিযোগের তীর ছুঁড়ে দেন বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে। কিন্তু রাকেশের বিরুদ্ধে পামেলা কেন চক্রান্তের অভিযোগ তুললেন? সে বিষয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, পামেলার সঙ্গে ব্যক্তিগত অশান্তি ছিল রাকেশ সিংয়ের। বিজেপি নেত্রীর দাবি, কিছুদিন আগে নির্বাচনে টিকিট দেওয়ার নাম করে রাকেশের ঘনিষ্ঠ এক যুবক পামেলার সঙ্গে যোগাযোগ করেন। একাধিক বিজেপির নেতার কাছে তাঁকে নিয়ে যান। ১৯ফেব্রুয়ারি নিউ আলিপুরে পামেলার গাড়িতেও ছিলেন ওই যুবক। ধৃত বিজেপি নেত্রীর অভিযোগ, ওই যুবকই তাঁর গাড়িতে কোকেন রেখেছিলেন।
এরপর পামেলা গোস্বামীর মাদককাণ্ডে সোমবার রাকেশ সিংকে হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুলিশ। তবে মঙ্গলবার জবাবে রাকেশ সিং জানান, জরুরি দরকারে দিল্লি যাচ্ছেন তিনি। তাই তাঁর হয়ে হাজিরা দেবেন তাঁর আইনজীবীরা। এরপরেই হাজিরা এড়াতেই বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে পৌঁছে গেল স্বয়ং কলকাতা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ওয়াটগঞ্জ থানা এলাকায় রাকেশ সিংয়ের বাড়ির সামনে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। প্রথমেই তাঁদের আটকান রাকেশ সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। পরে তাঁদের সঙ্গে কথা বলে বাড়ির ভিতরে ঢুকলে পথ রুখে দাঁড়ান রাকেশের আত্মীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত, বাড়িতেই রয়েছেন রাকেশ সিং।