প্রাথমিক শিক্ষকের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হাইকোর্টে

রিচা রায়
প্রকাশিত: 24/12/2020   শেষ আপডেট: 24/12/2020 4:35 p.m.
কলকাতা হাইকোর্ট

আগামী ৪ই জানুয়ারী এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ

গতকালই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাইমারী বোর্ড। আর তারপরের দিনই সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন ফিরদৌস শামিম নামে এক আইনজীবি।

গতকালই সাড়ে ১৬ হাজার শূন্যপদে জন্য প্রাইমারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তির আপাতত স্থগিতাদেশ চেয়ে মামলা করা হয় হাইকোর্টে। আগামী ৪ই জানুয়ারী এই মামলার শুনানি শুরু হবে বলে জানান বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আইনজীবি ফিরদৌস শামিম জানান, ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এই সাড়ে ১৬ হাজার শূন্যপদে নিয়োগ করার কথা। কিন্তু ২০১৪র সেই টেট পরীক্ষায় ৬টা প্রশ্ন ভুল এসেছিল। ভুল প্রশ্নে সবাইকে নম্বর দেওয়া হয়নি। ফলে অনেকেই পাশ করতে পারেননি। সেই নিয়ে একটি মামলা এখনও চলছে বর্তমানে। তাই সেই মামলার নিষ্পত্তি না করে এখনই নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয়।