Monkeypox: শহরে মাঙ্কিপক্সের জীবাণু খুঁজতে বাড়ি বাড়ি ঘুরবে কলকাতা পুরসভা, আগাম সতর্কতা
সব ওয়ার্ডেই মাইকিং, হোর্ডিং, ১৬ টি বরোর চিকিৎসকদের প্রস্তুত থাকতে নির্দেশ
দেশে ক্রমশ বাড়ছে মাঙ্কিপক্সের (Monkeypox) আতঙ্ক। একদিকে করোনা আতঙ্ক তো আছেই, সঙ্গে মাঙ্কিপক্সের কারণে নতুন বিপদ ঘাড়ের কাছে শ্বাস ফেলছে। এখনও পর্যন্ত গোটা দেশে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা ৬। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী রাজস্থানে ধরা পড়েছে মাঙ্কিপক্স। যদিও এখনও পশ্চিমবঙ্গে মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান মেলেনি। তবে কলকাতা পুরসভার তরফে কোন খামতি রাখতে নারাজ। পাশাপাশি নাগরিকদের সচেতন করতে পথে কোমর বেঁধে নামছে কলকাতা পুরসভা।
সোমবার কলকাতা পুরসভার (Kolkata Municipality) তরফে একটি জরুরি বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন রাজ্য অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা পল্লব ভট্টাচার্য, ডেপুটি মেয়র অতীন ঘোষ ও পুরসভা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। নয়া উদ্যোগের কথা বলা হয়েছে। পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে মাইকিং দিয়ে প্রচার করা হবে। বিভিন্ন জায়গায় হোর্ডিং লাগিয়ে মাঙ্কিপক্সের উপসর্গ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে গোটা গাইডলাইন তৈরির পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা।
এমনিতেই বর্ষার সময় ডেঙ্গি, ম্যালেরিয়া-সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বাড়ে। সেসব নিয়ে পুরসভাকে সতর্ক থাকতে হয়। এরমধ্যেই করোনা ভাইরাসের প্রকোপ তো আছেই। মাঙ্কিপক্স নিয়ে বাড়তি আতঙ্ক এখনও তৈরি হয়নি। তবে পুরসভা সূত্রে খবর, কোন বাড়তি ঝুঁকি না নিয়ে আগে থেকেই সতর্ক থাকতে চায় পুরসভা। গোটা বিশ্বেই মাঙ্কিপক্সের আতঙ্ক ক্রমশ বাড়ছে, সেদিকে খেয়াল রেখেই পুরসভা আগেভাগেই সতর্ক থাকতে এমন উদ্যোগ, সূত্রের খবর।