ফের হাসপাতালে ভর্তি বুদ্ধ-জায়া মীরা, রয়েছেন বুদ্ধের কাছাকাছিই
মীরা ভট্টাচার্যের হাসপাতালে ভর্তি হবার খবর শুনেই উদ্বেগে পলিটব্যুরো সদস্যরা
করোনা মুক্ত হয়ে সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্য। চিকিৎসকের পরামর্শমতো এতদিন ছিলেন হোম আইসোলেশনে। কিন্তু মঙ্গলবার তাকে আবারও ভর্তি করতে হলো হাসপাতালে। কিন্তু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বর্তমানে আইসিইউতে ভর্তি। এই পরিস্থিতিতে পাম এভিনিউয়ের বাড়িতে স্বামীর জন্য চিন্তা এবং একা থাকতে ভয় লাগার কারণে তাঁর একটি প্যানিক অ্যাটাক হয়েছে। এমনিতেই করোনা আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। এই কারণে কোনরকম রিস্ক না নিয়ে বৃহস্পতিবার কলকাতার একটি নামজাদা বেসরকারি হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছাকাছি একটি কেবিনে ভর্তি করা হয়েছে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকে।
এই খবরে স্বাভাবিকভাবেই পলিটব্যুরো সদস্যদের মধ্যে উৎকণ্ঠা শেষ নেই। হাসপাতাল সূত্রে খবর, মীরা ভট্টাচার্যের অক্সিজেন লেভেল এক ধাক্কায় অনেকটা নেমে গেছিল। তার পাশাপাশি তাঁর সিওপিডি সমস্যা ছিল। এই কারণেই ডাক্তাররা তাকে সরাসরি বুদ্ধদেবের পাশাপাশি কোন একটি কেবিনে ভর্তি রেখেছেন। হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য্য বর্তমানে ভর্তি রয়েছেন ওই হাসপাতালের ৩১৩ নম্বর কেবিনের আইসিইউতে। আর মীরা ভট্টাচার্য বর্তমানে ভর্তি রয়েছেন ওই হাসপাতালের ৩০২ নম্বর কেবিনে।