হঠাৎই পার্কস্ট্রিটের বহুতলে আগুন, ঘটনাস্থলে তড়িঘড়ি দমকলের ১০ ইঞ্জিন
সবাইকে নিরাপদভাবেই বহুতল থেকে বের করে আনা সম্ভব হয়েছে
রাজ্যজুড়ে করোনা সংকটের মাঝে বাংলার প্রাণকেন্দ্র কলকাতা (Kolkata) শহরের বুকে দিনেদুপুরে ফের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ১১৩ পার্ক স্ট্রিটের (Park Street) চার তলায়। এই বহুতল বহুল পরিচিত এপিজে স্কুলের পাশে অবস্থিত। বহুতলের চারতলায় একটি শাড়ির গুদাম ছিল। সেখানেই আচমকাই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ওই বহুতলে বেশ কয়েকজন কাজ করছিলেন। আগুন দেখেই দমকলকে ফোন করা হলে ঘটনাস্থলে প্রথমে দমকলের ৯ টি ইঞ্জিন পৌঁছে যায়। তারা হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করে উপরের তলার আগুন নেভানোর চেষ্টা করে। পরে আরো একটি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছায়। ওই বিল্ডিংয়ে বেশীরভাগ সরকারী এবং বেসরকারী অফিস বন্ধ থাকায় কম সংখ্যক মানুষ ছিলেন। তাই তাদেরকে ইতিমধ্যেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।
ঘিঞ্জি এলাকায় পাশাপাশি আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় দমকলের ১০ টি ইঞ্জিন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে যায়। আশে পাশের বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে গেলে বড় বিপদ ঘটে যেতে পারত। অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেছেন, "বহুতলে যতজন লোক ছিলেন তাদের সবাইকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। কোথা থেকে আগুন লাগল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বহুতলে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোন ত্রুটি ছিল নাকি তা তদন্ত করা হবে।"