আমাদের রাজ্যে খুব কম মহিলা বিচারপতি, আরও নিয়োগ করা হোক : মুখ্যমন্ত্রী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব
বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের একাংশ কলকাতা হাইকোর্টকে কাজের জন্য হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়ে আজ বিচারবিভাগ নিয়ে একাধিক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ আরও অন্যান্য আইনজীবী।
গণতান্ত্রিক দেশে বিচারব্যবস্থাই একমাত্র জনগণের হারিয়ে ফেলা আস্থা ফেরাতে পারে। তাই বিচারবিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হতে হবে নিরপেক্ষ। এই সুরেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিচারব্যবস্থা গণতন্ত্রের স্তম্ভ। তাই বিচার কখনও একপক্ষ নয়, নিরপেক্ষ হওয়া উচিত। তবে বন্ধ হোক মিডিয়া ট্রায়াল।"
মুখ্যমন্ত্রীর কথায়, বিচারপতিদের কাজ করার জন্য স্থান সংকুলান হচ্ছে, তা দেখতে ভাল লাগে না। তাই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ব্লক বি তুলে দেওয়া হয়েছে হাই কোর্টের কাজের জন্য।
বিচারপতিদের অনুরোধ করে মুখ্যমন্ত্রী জানান, "অনেক মামলা বকেয়া রয়েছে, তার দ্রুত নিষ্পত্তি করুন। আরও বেশি করে মহিলা বিচারপতি নিয়োগ করা হোক। আমাদের রাজ্যে খুব কমই মহিলা বিচারপতি। আমরা আরও দেখতে চাই।"