বাম-কংগ্রেস জোট সংক্রান্ত কর্মসূচী নিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসছে শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/11/2020   শেষ আপডেট: 16/11/2020 4:21 p.m.
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। -

মঙ্গলবারে এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে

উৎসবের আবহ এখনও পুরোপুরি কাটেনি। এরই মধ্যে সামনের বিধানসভা নির্বাচন উপলক্ষে নিজেদের ঘুঁটি সাজাতে মাঠে নেমে পড়েছে বাম-কংগ্রেস জোট। সূত্রের খবর, ভাইফোঁটা মিটলে জোট বৈঠকে বসতে চলেছে তারা। মঙ্গলবার ক্রান্তি প্রেসে আসন্ন নির্বাচন নিয়ে যাবতীয় রণকৌশল ঠিক করতে বৈঠকে বসবেন বিমান বসু, অধীর চৌধুরীর মতো বাম ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা।

মূলত তৃণমূল ও বিজেপিকে নির্মূল করতে জোটের সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেস। পুজোর মধ্যে সপ্তমীর দিন ইতিমধ্যেই বৈঠকে বসেছে এই দুই শিবির। পরবর্তী বৈঠক স্থির করতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ফোন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে। তখনই মঙ্গলবার আরএসপির ক্রান্তি প্রেসে এই বৈঠক স্থির হয়।

বিহারে বিজেপি বিরোধী মহাজোটে লড়াই করে ভালোই ফল করেছে বামেরা। কংগ্রেস বিহারে ভাল ফল করতে পারেনি। সবদিক বিবেচনা করেই জোট করতে চলেছে বাম-কংগ্রেস। আগামী ১৮ ই নভেম্বর বাম ছাত্র সংগঠনগুলি কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে কংগ্রেসকেও সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। কংগ্রেসের তরফ থেকেও এই আহ্বান গ্রহণ করা হয়েছে।