শুভেন্দু অধিকারীর বাড়িতে গেলেও 'গুপ্তধন' মিলবে, দাবি কুণাল ঘোষের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/07/2022   শেষ আপডেট: 29/07/2022 12:59 p.m.
-

বিজেপি চোরকে বাঁচাচ্ছে, কুণাল ঘোষ

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়িতে এজেন্সি গেলেও 'গুপ্তধন' মিলবে, শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে সরব হয়ে আজ এমনই বললেন রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। টুইট করে এদিন কুণাল দাবি করেছেন, 'তৃণমূলে থাকাকালীনই শুভেন্দুর বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠছিল। সেকারণেই তাঁকে একাধিক জেলা পর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে দেন দলের বর্তমান সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তখন থেকেই অভিষেকের কাছে শুভেন্দুর নামে নানা তথ্য আসা শুরু হয়ে গিয়েছিল। নিজেকে বাঁচাতেই দলবদল করেন শুভেন্দু।'

এরপরই শুভেন্দুর দাবি, 'কেন্দ্রীয় এজেন্সি যদি শুভেন্দুর বাড়িতে যেত, তাহলেই তারা গুপ্তধন পেত। শুভেন্দু চোর, তোলাবাজ। তৃণমূলে থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর দুর্নীতির রাস্তা বন্ধ করে দিয়েছিল, তাই অভিষেককে আক্রমণ করে শুভেন্দু। বিজেপি চোরকে বাঁচাচ্ছে, নারদা, সারদাতে ওর গ্রেপ্তারি চাই।'