করোনার পুজো তো মিটলো; কি খবর কুমোরটুলির?
মনভার ওদের; বায়না দিয়েও শেষ মুহূর্তে বাতিল প্রায় ২০০ প্রতিমার অর্ডার!
করোনার দুর্গা পুজোয় বড়ো ক্ষতির মুখে কুমোরটুলির প্রতিমা শিল্পীরা। এমনিতেই অন্য বছরের তুলনায় কম অর্ডার ছিলো এইবছর। তার উপরে প্রায় ২০০টি প্রতিমার অর্ডার অগ্রিম টাকা দিয়ে বুকিং হওয়ার পরেও শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ায় আর্থিক সংকটে কুমোরটুলি পাড়া। অগ্রিম টাকা পেয়ে অর্ডার কনফার্ম হওয়ায় নিজেদের পকেট থেকে টাকা দিয়ে পুরো ঠাকুর তৈরি করেছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে হাইকোর্টের রায়ের ফলে বাতিল হয়েছে অনেক পুজো। ফলে তৈরি হওয়া প্রতিমা পড়ে আছে শিল্পীর ঘরেই।
ইনভেস্ট হয়ে যাওয়া টাকা উদ্ধারের আশা নেই একপ্রকার। তাই ক্ষতির বোঝা কমাতে বিক্রি না হওয়া দুর্গা প্রতিমাকে জগদ্ধাত্রী প্রতিমায় বদলে ফেলার ভাবনা শুরু করেছেন প্রতিমা শিল্পীরা। কিন্তু করোনা কারণে আদেও হবে তো জগদ্ধাত্রী পুজো? চিন্তায় শিল্পীরা। কুমোরটুলির ওদের মন ভালো নেই। করোনা কাটিয়ে কিছু অর্থ উপার্জনের পথ হতে পারতো দুর্গা পুজো। সেটা উল্টে আর্থিক ক্ষতির দিকে ঠেলে দিলো ওদের।