বিমান ভাড়া ফেরত পেতে গিয়ে প্রতারণার শিকার কলকাতার তরুণী, গায়েব ৬৬ হাজার টাকা
তরুণী কলকাতার হরিদেবপুরের বাসিন্দা
ফের কলকাতার (Kolkata) বুকে অনলাইন প্রতারণার (Online Fraud) শিকার হয়ে ৬৬ হাজার টাকা গায়েব হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। জানা গিয়েছে, কলকাতার হরিদেবপুরের বাসিন্দা দিল্লির এক বেসরকারি সংস্থার তরুণী কর্মী। তাঁর গত ২ মে দিল্লি (Delhi) যাওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই বিমানের টিকিট করে রেখেছিলেন তিনি। কিন্তু সেই টিকিটটি ক্যানসেল হয়ে যায়। এরপর টাকা ফেরত নিতে গিয়ে প্রতারিত হন তিনি। ওই মহিলা জানিয়েছেন, "টিকিট বাতিল হয়ে যাওয়ার পর টাকা ফেরত পাওয়ার চেষ্টা করতে থাকি আমি। এরজন্য গুগলের সাহায্যে টাকা রিফান্ড এর জন্য একটি হেল্পলাইন নাম্বারে ফোন করি। সেখানে ফোন করতেই "ANY DESK" ডাউনলোড করতে বলা হয়। তারপর ফোনে বলা পদ্ধতি অনুসরণ করার মাঝেই আমার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জানতে চাওয়া হয়। তারপর ফোন রাখতে অ্যাকাউন্ট থেকে ৬৬ হাজার টাকা গায়েব হয়ে যায়।"
এমন ঘটনা ঘটতেই ওই তরুণী তড়িঘড়ি লালবাজার এবং হরিদেবপুর থানায় জানান। সেইসাথে অভিযোগ দায়ের করা হয় ব্যাংকেও। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। তবে পুলিশের প্রাথমিক সন্দেহ যে এই ঘটনার পিছনে রয়েছে জামতাড়া গ্যাং। অ্যাপের মাধ্যমে তরুনীর মোবাইলের অ্যাকসেস পেয়ে গিয়েছিল তারা। তাই তারা খুব সহজে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিতে পেরেছে। এর আগেও এরকম ধরনের ঘটনায় জামতাড়া গ্যাং এর নাম বারংবার উঠে এসেছে।