করোনাকালে কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের, চালু হল হেল্পলাইন নম্বর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/05/2021   শেষ আপডেট: 14/05/2021 3:38 p.m.
লালবাজার পুলিশ @kolkatapolice.gov.in

নম্বরের সাথে রয়েছে ইমেইল আইডিও, যে কোনো সাধারণ নাগরিক কালোবাজারি হচ্ছে দেখলে নিজেরাই অভিযোগ জানাতে পারে

করোনার (Corona) দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল গোটা দেশবাসী। অন্যান্য রাজ্যের মত বাংলাতেও প্রায় প্রতিদিন সংক্রমণ হার এবং মৃত্যুহার বাড়ছে। এরমধ্যে কিছুদিন আগেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শপথগ্রহণ অনুষ্ঠানে বলেছিলেন যে তার প্রথম কাজ হবে করোনা প্রতিরোধ করা। সেইমতো তিনি বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা শুরু করেছেন। কিন্তু এর মাঝেই বারংবার অভিযোগ উঠছে যে অক্সিজেন বা ভ্যাকসিন নিয়ে কালোবাজারি হচ্ছে। তাই অক্সিজেনের আকালে মুমূর্ষু করোনা রোগী নিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগী পরিবারকে। এই কালোবাজারি রুখতে এবার পদক্ষেপ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। এবার থেকে করোনা চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারি নিয়ন্ত্রণ করতে একটি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে।

লালবাজার সূত্রে জানানো হয়েছে, কলকাতা পুলিশের কাছে একাধিক অভিযোগ ছিল যে রেমডিসিভির বা অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি হচ্ছে। তা নিয়ন্ত্রণ করতে এবার একটি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে যা হলো ৯৮৭৪৯০৯৬৪০। এছাড়াও একটি ইমেইল আইডি বানানো হয়েছে। এই ফোন নম্বর বা ইমেইল অ্যাড্রেসে কোন সাধারণ নাগরিক কালোবাজারি হচ্ছে দেখলে নিজেরাই অভিযোগ জানাতে পারে। তারপর অভিযোগ পেলে কলকাতা পুলিশ উপযুক্ত ব্যবস্থাগ্রহণ করবে।