সুপারহিট ডায়লগ বলতে গিয়ে আইনি গেরোয় জাত গোখরো মিঠুন, দায়ের এফআইআর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/05/2021   শেষ আপডেট: 24/05/2021 8:29 p.m.
twitter @bjp4bengal

কলকাতা পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে

নির্বাচনী প্রচারে বারংবার নিজের সিনেমার একের পর এক ডায়লগ বলে এবারে বিতর্কে জড়ালেন নিজেকে জাত গোখরো হিসেবে প্রমাণ করা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কলকাতা পুলিশের তরফে মিঠুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবং যা খবর পাওয়া যাচ্ছে তাতে চলতি সপ্তাহে তাকে হাজিরার জন্য তলব করবে কলকাতা পুলিশ। গত ৯ মার্চ ব্রিগেডের জনসভা থেকে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করে একের পর এক জনসভায় নিজের সেই পুরনো কায়দায় মানুষের রক্ত গরম করা ডায়লগ দিয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

যার পরিপ্রেক্ষিতে, বাংলা সিটিজেন ফোরাম এর তরফ থেকে মানিকতলা থানায় তার বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ করা হয় মিঠুনের মারবো এখানে লাশ পড়বে শ্মশানে ডায়লগের জন্য রাজ্যে ভোট পরবর্তী হিংসা বেড়ে গিয়েছে। এই মামলার শুনানি শিয়ালদহ আদালতে পৌঁছালে আগামী পয়লা জুনের মধ্যে মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। তারপরেই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের করা হলো মামলা। তার বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে, এবং সূত্রের খবর অনুযায়ী এই সপ্তাহে তাকে হাজিরার জন্য তলব করতে চলেছে কলকাতা পুলিশ।