কলকাতায় মাস্ক ছাড়া ঘুরলেই গ্রেফতার করছে পুলিশ!

তুফান সিংহরায়
প্রকাশিত: 22/10/2020   শেষ আপডেট: 22/10/2020 1:37 a.m.
@KPSoutheastDiv

শেষ দশদিনে গ্রেফতার প্রায় ৩৫০০

পুজোর আগে এবং পুজোর মাঝে করোনা সংক্রমণ রুখতে এইবার কঠোর পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। মাস্ক ছাড়া কেউ শহরের রাস্তায় ঘুরলে তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে ৩৪১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রধানত গড়িয়াহাট, নিউ মার্কেট, লেক মার্কেটের মতো জনবহুল এলাকায় পুলিশ বেশি নজরদারি চালাচ্ছে। ওই চত্বরে কাউকে মাস্ক ছাড়া পেলে সরাসরি গ্রেফতার করা হচ্ছে।

আসলে মাস্ক পরার ব্যাপারে সচেতনতা বাড়াতে বারবার নানাভাবে প্রচার করার চেষ্টা করছে পুলিশ। কিন্তু কিছু মানুষ তারপরেও বেপরোয়া মনোভাব দেখাচ্ছেন। তাই পুজোর আগে গ্রেফতারের সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কলকাতা পুলিশ।

করানোর ভয় নেই তাই মাস্ক ছাড়া ঘুরছে অনেকেই, তারা এইবার পুলিশের ভয়ে মাস্ক তুলে নেন নাকি সেটাই দেখার।