এটিএম জালিয়াতি কাণ্ডে বড় সাফল্য কলকাতা পুলিশের, গ্রেফতার ৪ ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/06/2021   শেষ আপডেট: 06/06/2021 5:27 p.m.
এটিএম @pixabey

সুরাট থেকে ২ জন ও কলকাতা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে

গত মাসেই দেশের বিভিন্ন শহরে এটিএম জালিয়াতির (ATM Fraud) ঘটনা খবরের শিরোনামে আসছিল। রহস্যজনকভাবে এটিএম মেশিন অটুট থাকা সত্ত্বেও যন্ত্রের ভিতর থেকে কয়েক কোটি টাকা উধাও হয়ে গেছিল। সম্প্রতি কাশিপুর, নিউমার্কেট, যাদবপুর সহ কয়েকটি এলাকার ব্যাঙ্কের এটিএম থেকে একই পদ্ধতিতে টাকা চুরি হয়ে যায়। সেই ঘটনার তদন্ত করতে নামে কলকাতা পুলিশ (Kolkata Police)। তদন্তে নেমে তারা জানতে পারে যে একধরনের গ্যাজেটের সাহায্যে এটিএম মেশিন না ভেঙ্গেই লক্ষ লক্ষ টাকা বের করে নিয়েছে জালিয়াতরা। শেষপর্যন্ত দীর্ঘদিন তদন্তের পর এটিএম জালিয়াতি কাণ্ডে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। তারা ঘটনায় অভিযুক্ত মোট ৪ জনকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে কলকাতা পুলিশ সুরাট থেকে মনোজ গুপ্তা ও নবীন গুপ্তা নামক দুই ব্যক্তিকে এবং কলকাতা থেকে বিশ্বদীপ রাউত ও আব্দুল সইফুল মন্ডল নামক দুই ব্যক্তিকে এটিএম জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার করেছে। সুরাট থেকে গ্রেপ্তার করা দুই ব্যক্তির বাড়ি নয়া দিল্লির ফতেপুর বেরি এলাকায়। তাদের ট্রানজিট রিমান্ডের জন্য আদালতে তোলা হবে। বাকিদের ও পুলিশ হেফাজতে নিয়ে আদালতে তোলা হবে। প্রাথমিকভাবে কলকাতা পুলিশের সন্দেহ যে এটিএম জালিয়াতি একটি বড় চক্রের অংশ এই ৪ জন। এদের জাল বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকতে পারে। তাই চারজনকে জেরা করে বাকিদের হদিস মিলছে পারে। আপাতত বাকি অভিযুক্তদের খোঁজেও তদন্ত চলবে।