ভুয়ো কল সেন্টার খাস কলকাতায়, পুলিশের জালে ধৃত ১২
কম্পিউটার সারানোর নাম করে জালিয়াতি
ফের কলকাতার (Kolkata) বুকে পুলিশ সন্ধান পেল ভুয়ো কল সেন্টারের। জানা গিয়েছে, এই কল সেন্টার থেকে কলকাতায় বসে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের বহু বাসিন্দাদের কাছ থেকে ডলার ও পাউন্ড তুলে নেওয়া হচ্ছিল। কল সেন্টারে কাজ করা ১২ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দারা (Lalbazar)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব কলকাতার তিলজলার চৌবাগা এলাকায় একটি বড় ফ্ল্যাটে নিজেদের মত করে সাজিয়ে গুছিয়ে কয়েকজন ব্যক্তি একটি কল সেন্টার (Call centre) খুলেছিলেন। সেখান থেকে তারা আমেরিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেনের নাগরিকদের ফোন করে নিজেদের পরিচয় দিত এক সংস্থার কর্মী হিসাবে। সাহায্যের নাম করে তারা ওই নাগরিকদের একটি অ্যাপ ডাউনলোড করতে বাধ্য করতো। তারপর সেই অ্যাপের মাধ্যমে ওই ব্যক্তির ল্যাপটপ বা কম্পিউটার তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসতো। তারপর সফটওয়্যারের মাধ্যমে তাদের ডিসপ্লে স্কিন ফাঁকা করে দিত। তারপর তারা নিজেরাই বলতো যে কম্পিউটার সরাতে ডলার বা পাউন্ড পাঠাতে হবে। টাকা ব্যাংকে পৌঁছালে তারা আবার কম্পিউটার ঠিক করে দিত।
বেশ কিছুদিন ধরে কলকাতার ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু বিদেশি ডলার পাউন্ড আসছে তাই প্রতারণার অভিযোগ জানিয়ে বিদেশ থেকে কলকাতা পুলিশকে মেল করা হয়। তার ভিত্তিতে সাইবার থানা তদন্ত শুরু করে। তারা ইতিমধ্যেই কিছুদিনের তদন্তের পর তপসিয়া ও সল্টলেকের দুটি কল সেন্টারে অভিযান চালিয়ে মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছিল। এরপর আজ তিলজলা থেকে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট গ্রেফতারির সংখ্যা ৩১। চৌবাগা থেকে ধৃতরা হচ্ছেন ইমোজ খান, মহম্মদ দিলবার আমির, মহম্মদ সোহেল, পিটার বাহাদুর, মহম্মদ রিজাউল, মহম্মদ সোয়েল খান, হাফিজ হোসেন, আকাশলাল রজক, মহম্মদ ইয়াসিন, মহম্মদ সামির, যোগেশ লাল, শশী গুপ্তা। গ্রেপ্তারের পর এদেরকে বর্তমানে জেরা করা হচ্ছে অন্যান্য ভুয়ো কল সেন্টারের সন্ধানের জন্য।