এবার করোনা আক্রান্ত সস্ত্রীক কলকাতার পুর কমিশনার, মেয়রের ওএসডি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/01/2022   শেষ আপডেট: 03/01/2022 3:49 p.m.
-

শহরে ১১টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা পুরসভার

কোভিড-১৯-এর (covid-19) তৃতীয় ঢেউয়ের আগমনের সাথে সাথেই রাজ্যে ফের গগনচুম্বী সংক্রমনের হার। যার জেরে আজ থেকে ফের শুরু হয়েছে কড়া বিধিনিষেধ। তবে এর মাঝেই করোনা আক্রান্ত হলেন খোদ কলকাতার পুর কমিশনার (municipal commissioner) বিনোদ কুমার এবং তাঁর স্ত্রী। সেই সাথে সংক্রমিত হয়েছেন মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ওএসডি (OSD) কালিচরন বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের সদস্যরা। তবে তাঁদের মধ্যে গুরুতর উপসর্গ না থাকায় আপাতত তাঁরা হোম আইসোলেশনে (home isolation) আছেন বলেই জানিয়েছেন ফিরহাদ।

এদিকে ইতিমধ্যেই শহরের ১১ টি জায়গা মাইক্রো কনটেনমেন্ট জোন (micro contentment zone) হিসাবে ঘোষণা করেছে পুরসভা। তবে সেই সংখ্যা যে আরও বাড়বে, সে বিষয়ে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন মেয়র। তিনি জানিয়েছেন, “এবারের (করোনা)ভাইরাসের সংক্রমণের গতি অনেক বেশি। শহরে দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিড। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, সংক্রমণ রুখতে পুলিশের সাহায্য নিয়ে শহরে আরও অনেক বেশি সংখ্যায় মাইক্রো কনটেনমেন্ট জোন করতে হবে”।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা ৩,১৯৪ জন, যা রাজ্যে মোট সংক্রমণের অর্ধেকেরও বেশি। নিউ আলিপুর, আলিপুর, হাজরা, ভবানীপুর, কালীঘাট, যাদবপুর, টালিগঞ্জ, গড়িয়াহাটের মতো জায়গায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। চিকিৎসকরা আশঙ্কা করছেন, সেই সংখ্যা আরও বেশি হতে পারে। তবে বেশিরভাগ মানুষই উপসর্গবিহীন হওয়ায় তাঁরা করোনা পরীক্ষা করাচ্ছেন না। কেবলমাত্র শারীরিক অবনতি ঘটলেই তাঁরা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন।

তবে নিজেদের প্রচেষ্টায় কোনও খামতি রাখেনি পুরসভা কর্তৃপক্ষ। কঠোর বিধিনিষেধ জারি করার পাশাপাশি শহরের ব্যস্ত জায়গাগুলিতে মানুষজনকে কোভিড বিধি মেনে চলতে বলে লাগাতার মাইকিং করছে পুরসভার স্বাস্থ্যদফতর। গড়িয়াহাট, নিউমার্কেটের মতো জনবহুল স্থানগুলিতে সুরক্ষামূলক প্রচার চালাচ্ছেন তাঁরা।