একটা হোমের একতলা বানাতে ৩.৪১ কোটি, রাজ্যে কাটমানি চক্র চলছে না তো? রাজ্যকে কড়া কথা শোনালো হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/07/2021   শেষ আপডেট: 09/07/2021 7:50 a.m.
কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যের কাছে হোম নির্মাণের সমস্ত বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে

শুধুমাত্র একটি হোমের একতলা বানানোর জন্য খরচ হয়ে গিয়েছে একেবারে তিন কোটি টাকা। কিন্তু তারপরেও সমস্ত হোম এর অবস্থা একেবারে তথৈবচ। সেই ব্যাপারটি নিয়ে এবারে কলকাতা হাইকোর্ট সরাসরি কটাক্ষ্য ছুঁড়ে দিল রাজ্য সরকারের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে উঠল কাটমানি কটাক্ষ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন জানতে চাইলেন, "রাজ্যে কোন কাটমানি চক্র চলছে না তো?" তার পাশাপাশি বয়স অনুযায়ী হোমের বাসিন্দাদের টিকাকরণ করানোর ব্যবস্থা করার কথা তিনি ঘোষণা করে দিলেন রাজ্য সরকারের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত ১৪ জুন পর্যন্ত রেকর্ড অনুযায়ী রাজ্যের হোমে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০ জন। এই বিষয়টি জানার পরে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তাদেরকে বয়স অনুযায়ী টিকাকরণ করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের হোম এর সমস্ত অবস্থা খতিয়ে দেখার জন্য একটি স্পেশাল ডিভিশন বেঞ্চ গঠন করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী হাইকোর্টে একটি আলাদা ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছে। এই ডিভিশন বেঞ্চে রাজ্যের কাছে হোম এর অবস্থা সম্পর্কে জানার জন্য একটি রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল। এই রিপোর্ট দেখার পরে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং সৌমেন সেন। তারা বলেন, " একটি হোমের একতলা তৈরি করতে খরচ হয়ে গেছে ৩.৪১ কোটি টাকা। রাজ্যে কোন রকম কাটমানি চক্র চলছে না তো?" অন্যদিকে বিচারপতি সেন প্রশ্ন রাখেন, "কাটমানি দিয়ে রাজপ্রাসাদ তৈরি করছে নাকি ঠিকাদাররা?" আগামী শুনানির মধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই হোম সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট তলব করে পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে।