পুজোর আগেই সক্রিয় কেপমারের দল, পুলিশের হাতে আটক শিশু-সহ ন'জন
ধৃতদের অধিকাংশের বাড়ি রাজস্থান
পুজোর মুখেই রাজ্যে ফের সক্রিয় কেপমারের দল। বিভিন্ন জেলা থেকে শিশু পাচারের চক্রগুলি ফের সক্রিয় হয়ে ওঠে। মূলত শহরতলির জেলাগুলিতে এই ঘটনা বেশি ঘটে থাকে। সোমবার রাতে কলকাতা ও হাওড়া পুলিশের জোড়া অভিযানে ন'জনকে আটক করেছে পুলিশ। তাদের প্রত্যেকের বয়স খুব অল্প। বর্তমানে তাদের চাইল্ড হোমে পাঠানো হয়েছে।
পুজোর দোরগোড়ায় রাজ্য। ধীরে ধীরে শহর কলকাতার রাস্তায় ভিড় বাড়ছে। বাড়ছে কেনাকাটার বহর। বিভিন্ন শপিংমল, দোকানগুলিতে ভিড় থাকে চোখে পড়ার মতো। তখনই ভিন্ রাজ্য থেকে আসা এই কেপমারের দল সক্রিয় হয়ে ওঠে। মূলত শহরতলির বিভিন্ন জায়গায় তারা ঘরভাড়া নিয়ে থাকতে শুরু করে। আর পুজোর মুখে শুরু হয় কেপমারের ঘটনা।
কলকাতা ও হাওড়া পুলিশের যৌথ অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন শিশু। যাদের বয়স ছয় থেকে তেরো বছরের মধ্যে। এরা এইসময় বিভিন্ন শপিংমল, পুজো প্যান্ডেল, বাজার, বাস, মেট্রোতে উঠে পড়ে। আর সুযোগ বুঝে ঘটনা ঘটায়। যাদের আটক করা হয়েছে তাদের অধিকাংশের বাড়ি রাজস্থান। পুজোর আগে কেপমারের উদ্দেশ্য নিয়েই তারা শহরে এসেছে। তাদের সূত্র ধরে পুলিশ আরও বাকি দলদের খোঁজ চালাচ্ছে।