ভোটে জয়ী হয়েই ভোটারদের জন্য কমিউনিটি কিচেন খুললেন জুন মালিয়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/05/2021   শেষ আপডেট: 20/05/2021 5:37 p.m.
জুন মালিয়া facebook.com/profile.php?id=100063805866100

৯৭৭৫৪০১১২২ এবং ৯০০২০৩৭১৩৩ এই দুটি নম্বরে ফোন করলেই মিলবে খাবার

২০২১ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট তারকা প্রার্থীদের মধ্যে নাম ছিল অভিনেত্রী জুন মালিয়ার। অন্যান্য তারকা প্রার্থীদের মতোন তিনি এবছর নতুন রাজনৈতিক কোনো দলে যোগ দেন নি। বরং বহুদিন ধরেই তৃণমূলের কর্মী-সমর্থক হিসেবে থাকলেও এই প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন। জয়ও এসেছে প্রথমবারেই। তাই জয়ী হয়েই নিজ কেন্দ্রের কথা ভুলে যাননি তিনি।মেদিনীপুরে এবার তাঁর দায়িত্বেই চালু হল কমিউনিটি কিচেন। যার ফলে লকডাউনের সময়েও গরীব মানুষদের পাতে মিলবে আহার।

সূত্রের খবর, এই কমিউনিটি কিচেনের নাম রাখা হয়েছে ‘আহা রে আহার- বাড়ির মতো খাবার’। জুন ও তাঁর এলাকার তৃণমূল কংগ্রেসের সদস্যদের উদ্যোগেই এই কিচেন। রয়েছে হেল্পলাইন নম্বর। মূলত করোনাক্রান্ত রোগী ও রোগীর পরিজনরাই পাবেন এই পরিষেবা। যার জন্য দেখাতে হবে কোভিড পজিটিভ রিপোর্ট। সঙ্গে হোম আইসোলেশনে থাকা বাড়ির প্রতিটি সদস্যদের জন্যই আয়োজনের বন্দোবস্ত হয়েছে। ৯৭৭৫৪০১১২২ এবং ৯০০২০৩৭১৩৩ এই দুটি নম্বরে ফোন করলেই মিলবে খাবার। কোভিড রিপোর্ট পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ করে।

মেদিনীপুরের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আপাতত মেদিনীপুর শহরের ২৫টি ওয়ার্ডে মিলবে এই পরিষেবা। প্রথম দিনের মেনুতে ছিল ভাত, ডাল, ডিম, আলু-পটলের তরকারি। তবে আগামীকাল থেকে মেনুতে থাকবে মাছ, মাংস-সহ সমস্ত পুষ্টিকর খাদ্য।"