সরকারি স্কুল কি এবার পিপিপি মডেলের অধীন? কী বলছে শিক্ষা দফতর
পিপিপি মডেল ঠিক কী, জেনে নিন বিস্তারিত
সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খসড়া নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। বলা হচ্ছে পিপিপি মডেল। একাংশ বলছেন, রাজ্য সরকার ক্রমশ শিক্ষাব্যবস্থাকে বেসরকারিকরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যদিও সেই খসড়ায় নেই কোন মেমো নম্বর, নির্দেশিকা প্রকাশের তারিখ, এমনকী সংশ্লিষ্ট দফতরের কর্তার কোন সই-সাবুদ। গোটা ঘটনাটাই কার্যত অস্বীকার করেছে শিক্ষা দফতর, তারপরও বিভিন্ন সামাজিক মাধ্যমে রীতিমতো চর্চা চলছে এই নিয়ে।
কী এই পিপিপি মডেল? এর পুরো নাম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, সংক্ষেপে পিপিপি মডেল। যেখানে সরকার কোন বেসরকারি সংস্থাকে জমি কিংবা বাড়ি-সহ অন্যান্য সুযোগ-সুবিধা দেবে। সেই সংস্থা ইংরেজি অথবা বাংলা মাধ্যমের স্কুল তৈরি করবে। বোর্ড হবে তাদের ইচ্ছাধীন। স্কুলে পড়ার ফি, শিক্ষক নিয়োগ, তাঁদের বেতন কাঠামো সবটাই থাকবে সেই সংস্থার অধীন। এককথায় সম্পূর্ণ বেসরকারিকরণের দিকে শিক্ষাব্যবস্থাকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এই নির্দেশিকায়।
এই নির্দেশিকার সত্যতা কতটুকু? শিক্ষা দফতর স্পষ্ট অস্বীকার করেছে এমন কোন নির্দেশিকা জারি হয়নি। এমনকী যে নির্দেশিকাটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে নেই কোন মেমো নম্বর কিংবা নির্দেশিকা প্রকাশের তারিখ অথবা সংশ্লিষ্ট দফতরের কর্তার সই। যা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। একাংশ বলছেন, হয়তো প্রস্তাব তৈরির সময় কোনভাবে ছড়িয়ে পড়েছে।
এই গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন প্রতিবাদ শুরু করেছেন। চাকরিপ্রার্থীদের বিভিন্ন মঞ্চ এ নিয়ে আগামীতে প্রতিবাদ, বিক্ষোভের কথা ভাবতে শুরু করেছেন। একাংশের বক্তব্য, সরকার ভেতরে ভেতরে কোন না কোন মতলব আঁটছে। সমাজের সর্বস্তরের মানুষকে সতর্ক থাকতে হবে।