গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল ভিড় মেট্রোতে, চাঞ্চল্য কবি নজরুল স্টেশনে
অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানালেন নিগৃহীতা
ফের ভিড়ের সুযোগ নিয়ে এক মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটলো কলকাতা বক্ষে। বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা এক গৃহবধূকে কলকাতা মেট্রোয় ভিড়ের সুযোগ নিয়ে শ্লীলতাহানি করেছে এক ব্যক্তি বলেই অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ প্রতিদিন মেট্রোয় করে কবি নজরুল থেকে এসপ্ল্যানেড অব্দি যাতায়াত করেন। কিন্তু তিনি প্রায় ২ মাস ধরে লক্ষ্য করছিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে অনুসরণ করছে। এমনকি একাধিকবার অশালীন অঙ্গভঙ্গিও করেছেন। তারপর গত সোমবার ওই বধূকে ফের অনুসরণ করেন অভিযুক্ত ব্যক্তি। তারপর কবি নজরুল স্টেশন থেকে মেট্রোয় ওঠার সময় বধূর গোপনাঙ্গে স্পর্শ করে ওই ব্যক্তি। তিনি সঙ্গে সঙ্গে আর্তনাদ করে কান্নায় ফেটে পড়েন। ব্যাপারটি দেখে এগিয়ে আসে কর্তব্যরত রেল পুলিশ এবং তাকে আটক করে।
রেল পুলিশ অভিযুক্ত ব্যক্তি ৪২ বছরের অমিত দাসকে আটক করার পর পাটুলি থানায় খবর দেয়। পরে পাটুলি থানা থেকে এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। ওই ব্যক্তিকে আগামীকাল আদালতে তোলা হবে। জানা গিয়েছে ধৃত ব্যক্তি সোনারপুরের বাসিন্দা। অন্যদিকে নিগৃহীতা বধূ বলেছেন, "আমাকে ওই অভিযুক্ত ব্যক্তি প্রায় দুই মাস ধরে অনুসরণ করেছিল। প্রথমে নজরে পড়লেও গুরুত্ব দিইনি। আজকে মেট্রোতে ওঠার সময় আমার শ্লীলতাহানি করে ওই ব্যক্তি। আমি চাই অভিযুক্তের কঠোরতম শাস্তি হোক।" এই ঘটনার পর স্বভাবতই প্রশ্ন উঠছে কলকাতার মতো শহরে মেট্রোতে কি এখনও নারী নিরাপত্তা নেই?