টেনেহিঁচড়ে শিখের পাগড়ি খুলছে পুলিশ! বাংলার মুখ্যমন্ত্রীকে টুইট হরভজনের
সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান হরভজন
গত বৃহস্পতিবার ছিল বিজেপির নবান্ন অভিযান। সেই অভিযানে বিজেপি নেতৃত্বের সাথে পুলিশের ধ্বস্তাধ্বস্তি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে। সেদিন শিখ সম্প্রদায়ের একজনের পাগড়ি খোলা নিয়ে ক্ষুব্ধ হরভজন সিং মমতা বন্দোপাধ্যায় কে টুইট করে জানিয়েছেন বিষয়টি যেন তিনি খতিয়ে দেখেন। শিখ ধর্মে কারও পাগড়ি খোলা অপরাধযোগ্য। ওই শিখ যুবকের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তির একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেইখানেই পাগড়ি খোলার ব্যাপারটি নজরে আসে সকলের। ওই যুবকের নাম বলবিন্দর সিং।
বলবিন্দর যুবমোর্চা রাজ্য কমিটির সদস্য এবং ব্যারাকপুরের বাসিন্দা প্রিয়াঙ্কু পান্ডুর দেহরক্ষীও। তার কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার হয়েছিল। সেই রাতেই ধ্বস্তাধ্বস্তির ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপরেই বিতর্ক শুরু হয়। দিল্লীর জংপুরের নেতা ইমপ্রীত সিং ভিডিওটি টুইট করে মমতা বন্দোপাধ্যায়ের কাছে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। সেই টইটের পরিপ্রেক্ষিতেই প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং মুখ্যমন্ত্রী কে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানান।