স্বস্তির খবর! ভাড়া বৃদ্ধি না হয়েই কাল থেকে রাস্তায় নামছে সাড়ে তিন হাজার বাস
নবান্ন থেকে আপাতত ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী
স্বস্তির খবর নিত্যযাত্রীদের জন্য। আগামিকাল থেকেই রাস্তায় নামছে সাড়ে তিন হাজার বাস। এই মুহূর্তেই বাড়ছে না ভাড়া। রাজ্যের গণ পরিবহণকে সচল করতে আরও কড়া পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বেঙ্গল কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে জানানো হয়েছে, "আগামিকাল অর্থাৎ শনিবার থেকে রাস্তায় নামছে আরও সাড়ে তিন হাজার বাস।" এর ফলে, স্বস্তি মিলবে নিত্য যাত্রীদের। পাশাপাশি নবান্ন থেকে আপাতত ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
এদিন কলকাতা-সহ ১৩ টি জেলায় বৈঠকে বসেন বেসরকারি বাস মালিকদের সবচেয়ে বড় সংগঠন বেঙ্গল কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের প্রতিনিধিরা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরকার যদি এখন ভাড়া ভাড়াতে রাজি না হয়, তাহলে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স ও দূরপাল্লা বাসের ক্ষেত্রে টোল ট্যাক্স মকুব কারার আবেদন জানিয়ে চিঠি দেওয়া হবে পরিবহণমন্ত্রীকে। তবে তার আগেই ইতিমধ্যেই বাজেট ঘোষণার সময়েই কোভিড পরিস্থিতিতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স ও অতিরিক্ত কর মকুব করা হয়েছে। এর ফলে সুর নরম করে রাস্তায় বাস নামাতেই বদ্ধপরিকর হলেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা।