বাঁ-পায়ের পাতার হাড় ও গোড়ালিতে চিড় মমতার, দেখুন আর কী কী বললেন এসএসকেএমের চিকিৎসকরা
কেমন আছেন মুখ্যমন্ত্রী?
গতকাল চোটপ্রাপ্ত অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে সরাসরি কলকাতার এসএসকেএমে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর পেইনকিলার দিয়ে ব্যাথা কমিয়ে তাঁকে এমআরআই করাতে আনা হয় বাঙ্গুর নিউরো সায়েন্সে। শেষমেশ গভীর রাতে তাঁকে ফেরানো হয়েছে এসএসকেএমের উডবার্ন বিভাগে। কি কি জানানো হয়েছে হাসপাতাল সূত্রে?
ইসিজি রিপোর্ট স্বাভাবিক, ভয়ের কারণ নেই। স্ক্যান রিপোর্টে দেখা গেছে মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের গোড়ালি ও ওই পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। মুখ্যমন্ত্রী নিজেও পা ফোলা ও যন্ত্রণার কথা বলেছেন সাংবাদিকদের। দেখা গেছে পায়ের মাংসপেশিতেও চোট আছে। গতকালই এমআরআই সম্পন্ন হলে একটি আস্থায়ী প্লাস্টার করা হয়েছে বাঁ পায়ে। একইসাথে চোট-আঘাত রয়েছে ওনার ঘাড়, কাঁধ ও কনুইয়ে। চলছে অ্যান্টিবায়োটিক।
কেমন আছেন মুখ্যমন্ত্রী? বুকে ব্যাথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে বলে নিজেই জানান চিকিৎসকদের। আঘাতের কারণেই নাকি অন্য কারণে তা আরও একবার খতিয়ে দেখতে সিটি স্ক্যান ও আরও একবার ইসিজি করা হবে। চলবে রক্তের রুটিন পরীক্ষাও।
এসএসকেএমের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় সহ আরো আট বিশেষজ্ঞ নিয়ে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠিত হয়েছে যেখানে রয়েছেন অর্থোপেডিক, নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, কার্ডিওলজি, জেনারেল সার্জারি, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের প্রধানরা। আপাতত বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে মুখ্যমন্ত্রীকে, হাসপাতাল সূত্রে খবর।
চরম রাজনৈতিক ডামাডোলের মাঝেই মধ্যরাতে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দেয় অভিষেক বন্দোপাধ্যায়।