ম্যানহোলে কাজ করতে নেমে প্রাণ হারালেন মালদার চার শ্রমিক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/02/2021   শেষ আপডেট: 26/02/2021 8:36 a.m.
By Bart Everson - https://www.flickr.com/photos/editor/48728796337/, CC BY 2.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=82139458

বাণতলা চর্মনগরীর ঘটনার পর ফের একবার শ্রমিক নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন

ফের নিরাপত্তা নিশ্চিত না করে ম্যানহোলে ঢুকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু হল চার শ্রমিকের। গতকাল কলকাতার রিজেন্ট পার্ক থানার অন্তর্গত পূর্ব পুঁটিয়ারিতে ম্যানহোলে নেমে কাজ করার সময় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। ওই চারজন শ্রমিকই মালদহের বাসিন্দা। ম্যানহোলে শ্রমিক ঢুকিয়ে কাজ করানো এবং তাও আবার উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না করে, এ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত নিষিদ্ধ। তাই এই ঘটনায় প্রশাসনের দিকেই উঠেছে অভিযোগের আঙুল।

কলকাতা পুলিশ সূত্রে খবর, মৃত ওই তিন শ্রমিকের মধ্যে রয়েছেন একই পরিবারের তিন ভাই, আলমগীর হোসেন(৪০), জাহাঙ্গীর আলম(২৬), সাবির আলি(২৪)। নিহত হয়েছেন লিয়াকত আলি (২২) নামে তাদেরই এক প্রতিবেশী। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন প্রত্যেকেই, তবে লকডাউনের আগেই ফিরে আসেন বাসায়। কলকাতায় রিজেন্ট পার্কের ওই এলাকায় আবর্জনা নিকেশের কাজে লেগেছিলেন চারজনই। বাণতলা চর্মনগরীর শ্রমিকমৃত্যুর ঘটনার মতোই এদিনও বিষাক্ত গ্যাসকেই দায়ী করা হয়েছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত চলছে।