অবশেষে নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন কৌশিক চন্দ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/07/2021   শেষ আপডেট: 07/07/2021 12:45 p.m.
কলকাতা হাইকোর্ট

এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে

নন্দীগ্রাম মামলা (Nandigram Case) থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ (Kousik Chanda)। তিনি এই মামলা আর শুনবেন না বলেও জানিয়েছেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandyopadhyay) ৫ লক্ষ টাকা জরিমানা করেছেন।

উল্লেখ্য, নন্দীগ্রাম মামলা কেন বিচারপতি কৌশিক চন্দের এজলাসে প্রথম থেকেই আপত্তি ছিল তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অভিযোগ ছিল, বিচারপতি কৌশিক চন্দের সঙ্গে বিজেপির যোগাযোগ। এই নিয়ে মামলা চলাকালীন হাইকোর্টের বাইরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন দু'টি ছবি টুইট করেছিলেন। যেখানে বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে বিচারপতি কৌশিক চন্দকে দেখা গিয়েছিল। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অভিযোগ ছিল বিচারপতি কৌশিক চন্দের সঙ্গে সরাসরি বিজেপির যোগ। এ নিয়ে বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরানোর আর্জি জানায় তৃণমূল কংগ্রেস।

এদিকে মুখ্যমন্ত্রীকে কেন জরিমানা করা হল? এ প্রশ্নের উত্তরে জানানো হয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন এবং সাংসদ মহুয়া মৈত্রের টুইট ঘিরে বিতর্ক তৈরি হয়। পাশাপাশি শুনানি চলাকালীন হাইকোর্টের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভের জন্য এই জরিমানা। এরপর বিচারপতি কৌশিক চন্দ এই মামলা থেকে সরে যান। আর এই জরিমানার টাকা জমা দেওয়া হবে বার কাউন্সিলে, যা পরবর্তীতে কোভিড চিকিৎসায় ব্যবহৃত হবে বলে সূত্রের খবর।